TRENDING:

Crime: কলেজের মার্কশিট পাওয়া নিয়ে রেগে কাঁই পড়ুয়া, প্রিন্সিপালকে পেট্রোল ঢেলে খুন

Last Updated:

Crime: অভিযুক্তের নাম আশুতোষ শ্রীবাস্তব, তাঁর বয়স ২৪ বছর৷ বি-ফার্মা পড়তেন তিনি৷ তিনি নাকি দীর্ঘদিন ধরে কলেজের কাছে তাঁর বি-ফার্মা ডিগ্রির সার্টিফিকেট চাইছেন৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ইন্দওর: মারাত্মক ঘটনা ঘটল ইন্দওরে৷ প্রাক্তন ছাত্র পুড়িয়ে মারল শিক্ষিকাকে৷ ঘটনায় স্তম্ভিত হয়ে গিয়েছেন এলাকার মানুষজন৷ মৃতার পরিবারের তরফ থেকে অভিযোগ করা হয়েছে, পুলিশের কাছে একাধিক বার অভিযোগ করা হলেও ইন্দৌর পুলিশ একেবারেই কোনও ব্যবস্থা নেয়নি৷ বলা হয়েছে, অভিযুক্ত বারংবার ওই মহিলাকে হুমকি মেসেজ পাঠিয়েছে আগেও, তার পরেও ব্যবস্থা নেয়নি পুলিশ৷
বিমুক্তা শর্মা
বিমুক্তা শর্মা
advertisement

বিএম কলেজ অফ ফার্মেসির শিক্ষিকা বিমুক্ত শর্মাকে গত ২০ ফেব্রুয়ারি পেট্রোল ঢেলে পুড়িয়ে মারতে আক্রমণ করেন এক পড়ুয়া৷ তার পরে গুরুতর আহত হন ওই শিক্ষিকা৷ তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ তিনি শনিবার হাসপাতালেই প্রয়াত হয়েছেন৷

আরও পড়ুন: বড় খবর! Group D-এর ১, ৯১১ শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি SSC-র, দ্রুত নিয়োগের তোড়জোড়

advertisement

আরও পড়ুন: মধ্যশিক্ষা পর্ষদের দফতরে বসেই অ্যাপের মাধ্যমে নজরদারি, মাধ্যমিক পরীক্ষায় এ বার নজিরবিহীন নিরাপত্তা

অভিযুক্তের নাম আশুতোষ শ্রীবাস্তব, তাঁর বয়স ২৪ বছর৷ বি-ফার্মা পড়তেন তিনি৷ তিনি নাকি দীর্ঘদিন ধরে কলেজের কাছে তাঁর বি-ফার্মা ডিগ্রির সার্টিফিকেট চাইছেন৷ সেই সার্টিফিকেট না পাওয়ার রাগেই তিনি আক্রমণ করে বসেছেন শিক্ষিকাকে৷

advertisement

আক্রান্তের পরিবারের তরফ থেকে তাঁর মেয়ে দাবি করেছেন, ‘‘শ্রীবাস্তব একাধিক হুমকি দিয়ে মেসেজ পাঠিয়েছে আগেও৷ সেই মেসেজ পাওয়ার পর আমি পুলিশের কাছে অভিযোগ করেছিলাম৷ মা খুব চিন্তায় ছিলেন৷ খুব দুর্ভাগ্যজনক ঘটনা যে অভিযোগ পাওয়ার পরেও পুলিশ কোনওরকম ব্যবস্থা নেয়নি৷ পুলিশ যদি দ্রুত ব্যবস্থা নিত, তা হলে আমার মায়ের হয়ত এই ক্ষতি হত না৷’’

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
মধ্যবিত্তের ধরাছোঁয়ার বাইরে চলে যাচ্ছে তুলাইপাঞ্জি, চিনি আতপ! একবছরে দাম প্রায় দ্বিগুন
আরও দেখুন

পুলিশের তরফ থেকে পাল্টা প্রতিক্রিয়ায় বলা হয়েছে, ‘‘আমরা ওই ঘটনার এলাকা থেকে প্রমাণ সংগ্রহ করেছে৷ আক্রান্তের পরিবারের তরফ থেকে বলা হয়েছে, তাঁরা আগেই পুলিশে অভিযোগ করেছিলেন৷ সিমরোলের এএসআই সঞ্জীব তিওয়ারিকে এই ঘটনায় সাসপেন্ড করা হয়েছে৷ আমরা ঘটনার নির্দিষ্ট তদন্ত করছি৷’’ পুলিশ তদন্তে জানতে পেরেছে, অভিযুক্ত সপ্তম সেমেস্টারে ফেল করেছিল৷ এর আগে তাঁকে ভারতীয় দণ্ডবিধির সেকশন ৩০৭ ধারায় অভিযুক্ত করা হয়েছিল, পরবর্তীতে অন্য ধারা যুক্ত করা হয়েছে৷

advertisement

বাংলা খবর/ খবর/ক্রাইম/
Crime: কলেজের মার্কশিট পাওয়া নিয়ে রেগে কাঁই পড়ুয়া, প্রিন্সিপালকে পেট্রোল ঢেলে খুন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল