স্থানীয় সূত্রে খবর, হাওড়া বর্ধমান কর্ড শাখার বলরামবাটি স্টেশন থেকে দুশো মিটার দূরে আপ লাইনের পাশে একটি গর্তে এক যুবতীর মৃতদেহ পরে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। চাষের জমির পাশ থেকে বছর পঁচিশের যুবতীর ক্ষত-বিক্ষত দেহ উদ্ধার করে সিঙ্গুর থানার পুলিশ। ওই জায়গায় সাধারণ মানুষের আনাগোনা কম থাকায় কারও চোখে পড়েনি।
advertisement
আরও পড়ুন: নদীর তীরে ওটা কী? কাছ থেকে দেখে চরম আতঙ্ক হাড়োয়ায়!
তবে কিছুদিন ধরে দুর্গন্ধ ছড়াচ্ছিল। তবে সাধারণ মানুষ সেভাবে বিশেষ নজর করেননি। কারণ প্রায়শই গবাদিপশু ও কুকুর, বিড়াল ট্রেনে কাটা পড়ে এবং তা পড়ে থেকে দুর্গন্ধ ছড়ায়। তবে এবার মরা মানুষ পড়ে থাকবে সে কথা ভাবতে পারেননি স্থানীয় বাসিন্দারা। পুলিশ সূত্রে খবর, এখনও পর্যন্ত যুবতীর পরিচয় জানা যায়নি।
আরও পড়ুন: বসন্তের শুরুতেই বরফে ঢাকল সিকিম, অসম্ভব ঠান্ডা! শীতল আবহাওয়া সমতলেও
মৃতদেহ দেখে মনে হয় মহিলার বয়স সম্ভবত ২৫ থেকে ৩০-এর মধ্যে। তবে মৃতদেহের মধ্যে পচন ধরে গিয়েছিল। পুলিশের প্রাথমিক অনুমান, সম্ভবত দু-তিন দিন ধরে মৃতেদহটি ওই জায়গায় পড়েছিল। সাধারণ মানুষের যাতায়াত নেই ওই এলাকায়, তাই কারও নজরে পরেনি। কী ভাবে মহিলার দেহ ওইখানে এল, উনি কি ট্রেন থেকে ঝাঁপ মেরেছিলেন ? নাকি অন্য কোনও ঘটনা সেই সব নিয়েই তদন্ত শুরু করেছে হুগলি গ্রামীণ পুলিশ।
রাহী হালদার