এলাহাবাদ পুলিশের সিনিয়র সুপারিন্টেডেন্ট নীতিন তিওয়ারি জানিয়েছেন, ঘরের ফ্রিজ থেকে উদ্ধার হয় এক মহিলার মৃতদেহ, সুটকেসে পাওয়া গিয়েছে একটি বাচ্চা মেয়ের মৃতদেহ, একটি বাচ্চা মেয়ের মৃতদেহ উদ্ধার হয় আলমারি থেকে, তৃতীয় শিশুর মৃতদেহ শোয়ানো ছিল খাটের ওপর । সম্ভবত স্ত্রী ও তিন মেয়েকে খুন করেই মনোজ খুশওয়া নামের ওই ব্যক্তি আত্মঘাতী হয়েছেন বলে অনুমান পুলিশের । তিন শিশুকন্যার বয়স যথাক্রমে ৬ থেকে ৮ বছরের মধ্যে বলে জানা গিয়েছে ।
advertisement
আরও পড়ুন: মনুয়াকাণ্ডের ছায়া কালিয়াচকে, প্রেমিকের সাহায্যে স্বামীকে খুন
সোমবার সারা দিন ওই পরিবারের কাউকে বাড়ির বাইরে বেরোতে না দেখে সন্দেহ হয় প্রতিবেশীদের । পুলিশে খবর দেন তাঁরাই । পুলিশ এসে দেখে দরজা ভিতর থেকে বন্ধ রয়েছে । দরজা ভেঙে ঘরে ঢুকে দেহগুলো উদ্ধার করে পুলিশ । প্রতিটি দেহের গলাতেই ফাঁসের চিহ্ন পাওয়া গিয়েছে । দেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে । ঘটনাস্থল থেকে ফিঙ্গারপ্রিন্টও সংগ্রহ করেছেন ফরেন্সিক বিশেষজ্ঞরা । তদন্তের কাজে লাগানো হয়েছে ডগ স্কোয়াডও ।