TRENDING:

ভিন্ন জাতে বিয়ে, মেয়েকে গুলি করে সুটকেসবন্দি করল বাবা-মা

Last Updated:

Crime: কয়েকদিন আগেই মথুরায় যমুনা এক্সপ্রেসওয়েতে একটি সুটকেস পড়ে থাকতে দেখেন সেখানকার কর্মীরা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নিউদিল্লি: ভিন্ন জাতে বিয়ে করেছে মেয়ে। আর তার জেরে মেয়ের বাবার কাণ্ডে হতবাক সকলে। ঘটনা দক্ষিণ দিল্লির ভদ্রপুরে। অভিযোগ, নিজের মেয়েকেই গুলি করে হত্যা করেছে ওই ব্যক্তি। তার পরে মেয়ের দেহ একটি প্যাকেটে ভরে নেয়। সেই প্যাকেট পরে একটি সুটকেসের মধ্যে ঢুকিয়ে যমুনা এক্সপ্রেসওয়েতে ফেলে দেয় সে। সবথেকে অবাক করা কাণ্ড, এই কাজে অভিযুক্ত বাবাকে সাহায্য করেছে মেয়েটির মা নিজেই।
প্রতীকী ছবি
প্রতীকী ছবি
advertisement

কয়েকদিন আগেই মথুরায় যমুনা এক্সপ্রেসওয়েতে একটি সুটকেস পড়ে থাকতে দেখেন সেখানকার কর্মীরা। সুটকেস খুলতেই ভিতরে একটি দেহ মেলে। খবর দেওয়া হয় পুলিশে। কিন্তু দেহটি চিহ্নিত করতে কিছুতেই পারছিল না পুলিশ। ময়নাতদন্তে জানা যায় গুলি করে হত্যা করা হয়েছে ওই যুবতীকে। এরপরেই তরুণীর পরিচয় জানতে বিভিন্ন জায়গায় তার পোস্টার লাগিয়ে দেয় পুলিশ।

advertisement

তখনই পুলিশ খবর পায় এই যুবতীর নাম আয়ুশী চৌধুরি। দক্ষিণ দিল্লির বাসিন্দা। বছর ২২-এর আয়ুশী কম্পিউটারের ছাত্রী। তাঁর বাবার নাম নীতেশ যাদব। এর পরেই ওই তরুণীর বাবার কাছে গিয়ে প্রশ্ন করতে শুরু করে পুলিশ। তদন্তকারীরা অবাক হন যে, এতোদিন ধরে নিখোঁজ থাকলেও, এই তরুণীর বাবা থানায় কোনও ডায়েরি করেননি।

আরও পড়ুন, ডেঙ্গি পরীক্ষার রিপোর্ট যেন ৪-৫ ঘণ্টার মধ্যে দেওয়া হয়, কড়া বার্তা মমতার

advertisement

শেষে ওই তরুণীর বাবা এবং মাকে জেরা করে পুলিশ। তাতেই ভেঙে পড়ে তারা। পুলিশের কাছে জানায়, আয়ুশী বেশ কিছু ধরে নিখোঁজ ছিলেন। পরে বাড়ি ফিরে আসেন তিনি। বিষয়টি ঘিরে সন্দেহ হয় আয়ুশীর বাবার। তিনি জিজ্ঞাসা করতেই আয়ুশীর জানান ভিন্ন ধর্মের এক ছেলের লুকিয়ে বিয়ে করেছেন তিনি।

আরও পড়ুন, স্বাস্থ্যসাথী নিয়ে বিরাট সিদ্ধান্ত মমতার, রেফারে সতর্ক করে উগড়ে দিলেন ক্ষোভ

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
মেশিন বদলে দিল ব্যবসার ভাগ্য, প্রোডাক্ট তৈরি হচ্ছে ঝড়ের গতিতে! মুনাফা দ্বিগুণ
আরও দেখুন

আর তাতে ক্ষিপ্ত হয়ে নিজের মেয়েকে গুলি করে দেয় নীতেশ। পরে সেই দেহ সুটকেসে ভরে মথুরার কাছে যমুনা এক্সপ্রেসওয়েতে ফেলে দেয়। এই কাজে ওই ব্যক্তিকে সাহায্য করে অয়ুশীর মা ও। দুজনকেই আপাতত গ্রেফতার করেছে পুলিশ।

বাংলা খবর/ খবর/ক্রাইম/
ভিন্ন জাতে বিয়ে, মেয়েকে গুলি করে সুটকেসবন্দি করল বাবা-মা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল