কয়েকদিন আগেই মথুরায় যমুনা এক্সপ্রেসওয়েতে একটি সুটকেস পড়ে থাকতে দেখেন সেখানকার কর্মীরা। সুটকেস খুলতেই ভিতরে একটি দেহ মেলে। খবর দেওয়া হয় পুলিশে। কিন্তু দেহটি চিহ্নিত করতে কিছুতেই পারছিল না পুলিশ। ময়নাতদন্তে জানা যায় গুলি করে হত্যা করা হয়েছে ওই যুবতীকে। এরপরেই তরুণীর পরিচয় জানতে বিভিন্ন জায়গায় তার পোস্টার লাগিয়ে দেয় পুলিশ।
advertisement
তখনই পুলিশ খবর পায় এই যুবতীর নাম আয়ুশী চৌধুরি। দক্ষিণ দিল্লির বাসিন্দা। বছর ২২-এর আয়ুশী কম্পিউটারের ছাত্রী। তাঁর বাবার নাম নীতেশ যাদব। এর পরেই ওই তরুণীর বাবার কাছে গিয়ে প্রশ্ন করতে শুরু করে পুলিশ। তদন্তকারীরা অবাক হন যে, এতোদিন ধরে নিখোঁজ থাকলেও, এই তরুণীর বাবা থানায় কোনও ডায়েরি করেননি।
আরও পড়ুন, ডেঙ্গি পরীক্ষার রিপোর্ট যেন ৪-৫ ঘণ্টার মধ্যে দেওয়া হয়, কড়া বার্তা মমতার
শেষে ওই তরুণীর বাবা এবং মাকে জেরা করে পুলিশ। তাতেই ভেঙে পড়ে তারা। পুলিশের কাছে জানায়, আয়ুশী বেশ কিছু ধরে নিখোঁজ ছিলেন। পরে বাড়ি ফিরে আসেন তিনি। বিষয়টি ঘিরে সন্দেহ হয় আয়ুশীর বাবার। তিনি জিজ্ঞাসা করতেই আয়ুশীর জানান ভিন্ন ধর্মের এক ছেলের লুকিয়ে বিয়ে করেছেন তিনি।
আরও পড়ুন, স্বাস্থ্যসাথী নিয়ে বিরাট সিদ্ধান্ত মমতার, রেফারে সতর্ক করে উগড়ে দিলেন ক্ষোভ
আর তাতে ক্ষিপ্ত হয়ে নিজের মেয়েকে গুলি করে দেয় নীতেশ। পরে সেই দেহ সুটকেসে ভরে মথুরার কাছে যমুনা এক্সপ্রেসওয়েতে ফেলে দেয়। এই কাজে ওই ব্যক্তিকে সাহায্য করে অয়ুশীর মা ও। দুজনকেই আপাতত গ্রেফতার করেছে পুলিশ।
