আরও পড়ুনঃ ইলিশপ্রেমীদের জন্য সুখবর! ট্রলার ভর্তি ভর্তি ইলিশ ঢুকছে, দাম কি কমবে?
ছেলে লিটন সিকদার অতীতে নেশা করতেন, পরবর্তীতে গত কয়েক বছর ধরে মানসিক সমস্যায় ভুগতে থাকেন বলেই জানা গিয়েছে। ছেলের চিকিৎসার জন্য বাবা-মা দুজনেই নানাভাবে চেষ্টা চালাচ্ছিলেন। ছেলেকে সুস্থ জীবনে ফিরিয়ে আনতে হোমেও রাখা হয়েছিল বলে জানান মা অঞ্জু শিকদার।
advertisement
এদিন সকালে বাবা রঘুনাথ সিকদার যখন পুজোর জন্য ঘরে বসে ছিলেন সেই সময় ঘরে রাখা বটি দিয়ে ছেলে পিছন দিক থেকে গলায় কোপ দেয় বলে অভিযোগ। মুহূর্তেই লুটিয়ে পড়েন রঘুনাথ শিকদার। রক্তে ভেসে যায় ঘর। শব্দ শুনে ছুটে আসেন স্ত্রী-সহ প্রতিবেশীরা। এই অবস্থা খবর দেওয়া হয় থানায়।
পুলিশ এসে দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নিয়ে গিয়েছে পাশাপাশি অভিযুক্তকেও আটক করা হয়েছে বলে জানা গিয়েছে। তবে প্রতিবেশীরা জানান, লিটন নেশাগ্রস্ত ছিল সেই কারণেই মাঝে মধ্যে ঝামেলা ঝগড়া হত বাবা-মার সঙ্গে। এদিনের এই ঘটনা সামনে আসায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে গোটা এলাকায়। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে দত্তপুকুর থানার পুলিশ। এলাকায় নেমেছে শোকের ছায়া।
Rudra Narayan Roy