দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জঙ্গিপুর হাসপাতালে পাঠায় পুলিশ। ইতিমধ্যেই অভিযুক্ত সৎ মা লালমন বিবিকে আটক করেছে সামসেরগঞ্জ থানার পুলিশ। পরিবার সূত্রে জানা যায়, সামসেরগঞ্জের চাচন্ড গ্রামের বাসিন্দ্রা আলাউদ্দিন শেখ। তাঁর প্রথম স্ত্রী মানসিক ভারসাম্যহীন হওয়ায় বছর তিনেক আগে সুতি থানার ছাপঘাঁটি এলাকার লালমন বিবি নামে আরেক মহিলাকে বিয়ে করেন তিনি। অভিযোগ, প্রথম পক্ষের তিন সন্তান থাকায় যখন তখন তাদের সঙ্গে ঝামেলা করতেন দ্বিতীয় স্ত্রী লালমন বিবি।
advertisement
আরও পড়ুন: জেলায় জেলায় কয়েক ঘণ্টার মধ্যে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা, জানুন
মঙ্গলবার রাতে সামান্য কথা কাটাকাটিও হয় নাজিফার সঙ্গে। রাতে বাড়িতে ছিলেন না মেয়েটির বাবা আলাউদ্দিন শেখ। তখন ওই শিশুটিকে তার সৎ মা লালমন বিবি গলায় শ্বাসরোধ করে খুন করে বলে অভিযোগ পরিবারের। সকালে বাবা বাড়ি ফিরতেই কার্যত হইচই শুরু হয়ে যায়। ঘরের ভিতরে শ্বাসরোধ করে মেয়েকে খুন করার অভিযোগে এলাকায় কার্যত সরগরম হয়ে উঠে।
আরও পড়ুন: নদীর তীরে ওটা কী? কাছ থেকে দেখে চরম আতঙ্ক হাড়োয়ায়!
খবর পেয়ে ঘটনাস্থলে যায় সামসেরগঞ্জ থানার পুলিশ। দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানোর পাশাপাশি অভিযুক্ত সৎ মাকে আটক করে নিয়ে যায় পুলিশ। অভিযুক্ত সৎ মায়ের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সরব হয়েছেন এলাকাবাসীরা। ঘটনার জেরে শোকের ছায়া নেমে এসেছে গোটা পরিবারে।
কৌশিক অধিকারী






