TRENDING:

Crime News: এ কেমন বাবা-মা, নিজের পুত্র সন্তানকে আগেই বেচে দিয়েছি তারপর হচ্ছিল মেয়েকে বেচার প্ল্যান

Last Updated:

Crime News: নিজের ছেলেকে বিক্রি করে দেওয়ার অভিযোগ বাবা মায়ের বিরুদ্ধে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পানিহাটি: গান্ধীনগর অঞ্চলে নিজের কাছ থেকে ছ’মাসের শিশু পুত্রকে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠল খোদ বাবা ও মায়ের বিরুদ্ধে। পাড়ার লোকেরা জিজ্ঞাসা করলে জয়দেব বলত মামা বাড়িতে রাখা আছে শিশুটি । কিন্তু পাড়ার লোকের সন্দেহ জাগে। বেশ কিছুদিন আগে শিশুটিকে বিক্রি করে দিয়েছে বলে পাড়ার লোকের অনুমান।
গান্ধীনগর অঞ্চলে নিজের কাছ থেকে ছমাসের শিশু পুত্রকে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠল বাবা ও মায়ের বিরুদ্ধে
গান্ধীনগর অঞ্চলে নিজের কাছ থেকে ছমাসের শিশু পুত্রকে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠল বাবা ও মায়ের বিরুদ্ধে
advertisement

খড়দহ থানার পুলিশ গ্রেফতার করেছে অভিযুক্ত বাবা জয়দেব চৌধুরী মা সাথী চৌধুরী ও ঠাকুরদা কানাই চৌধুরীকে। ঘটনার খবর এলাকায় জানাজানি হতেই এলাকার সাধারণ মানুষ ক্ষোভ উগড়ে জানাচ্ছেন এই ধরণের পরিবারকে অঞ্চলে রাখা যাবে না।

আরও পড়ুন –  Jhargram News: স্থানীয় স্কুলে লেখাপড়া, ছেড়েছেন বড় টাকার চাকরি, এবার স্বপ্নপূরণের দুরন্ত কাহিনী

advertisement

স্থানীয় পৌরপিতা তারক গুহ জানিয়েছেন আর্থিকভাবে পিছিয়ে পড়া এই পরিবারটির পাশে সব সময় দাঁড়িয়েছেন তিনি ও পৌরসভা। তারপরেও এই ধরণের জঘন্য ঘটনার প্রতিবাদ জানিয়ে দোষীদের উপযুক্ত শাস্তির আবেদন জানালেন তিনি। আরও জানান শিশুটির বাবা জয়দেব সে তার মেয়েকেও বিক্রি করার জন্য নিয়ে যেতে এসেছিল। সেই ঘটনা শোনার পর কাউন্সিলর ঘটনাস্থলে আসেন এবং তাকে পুলিশের হাতে তুলে দেয়।

advertisement

আরও পড়ুন –  IMD Weather Update: জেলায় জেলায় হুড়মুড়িয়ে বাড়ছে বৃষ্টির সম্ভবনা, বাজ-ঝড়ে তোলপাড় জনজীবন

শিশুর বাবা, মা এবং দাদুকে আদালতে পাঠানো হয়েছে। দীর্ঘদিন ধরে বাবা এবং মা অসামাজিক কাজের সঙ্গে যুক্ত বলে অভিযোগ পাড়ার লোকজনের। শিশুটির বাবা দীর্ঘদিন বাড়িতে ছিল না হঠাৎ একদিন আগে রাতে এসে বাড়িতে হাজির হয় মায়ের সঙ্গে পরামর্শ করে মেয়েকে নিয়ে চম্পট দেওয়ার চেষ্টা করে। এই ঘটনা পাড়ার লোকজন জেনে যাওয়াতেই তারা জয়দীপকে ধরে ফেলে এবং পুলিশের হাতে তুলে দেয়।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

Arun Ghosh

বাংলা খবর/ খবর/ক্রাইম/
Crime News: এ কেমন বাবা-মা, নিজের পুত্র সন্তানকে আগেই বেচে দিয়েছি তারপর হচ্ছিল মেয়েকে বেচার প্ল্যান
Open in App
হোম
খবর
ফটো
লোকাল