Jhargram News: স্থানীয় স্কুলে লেখাপড়া, ছেড়েছেন বড় টাকার চাকরি, এবার স্বপ্নপূরণের দুরন্ত কাহিনী

Last Updated:

Jhargram News: লক্ষ্য গবেষণা সংক্রান্ত কাজ করবার, ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টারে চাকরি ঝাড়গ্রামের যুবকের

ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টারে কাজে যোগদান ঝাড়গ্রামের ছেলের
ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টারে কাজে যোগদান ঝাড়গ্রামের ছেলের
ঝাড়গ্রাম: ছোট থেকে ইচ্ছে ছিল গবেষণা জাতীয় কাজ করবার। লক্ষ্য ছিল উন্নততর বিজ্ঞান আবিষ্কার। অবশেষে স্বপ্ন সফল হতে চলেছে ঝাড়গ্রামের এক যুবকের। মুম্বাইয়ের ভাবা এটমিক রিসার্চ সেন্টারে তত্ত্বাবধানে ট্রেনি সাইন্টিফিক অফিসার হিসেবে কাজে যোগ দিতে চলেছেন ঝাড়গ্রাম জেলার বছর ২৩-র সোহম মহাপাত্র।
২০১৭ সালে জয়েন এন্ট্রান্স পরীক্ষার মধ্য দিয়ে, কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিভাগে ২০২১ সালে বিটেক পাস করে সোহম। পাস করার সঙ্গে সঙ্গে নয়ডাতে ভাল বেতনের চাকরিতে যোগ দেয় সে। তবে ছোট থেকেই তাঁর লক্ষ্য ছিল নানা গবেষণা সংক্রান্ত কাজ করার।
advertisement
advertisement
সেই মতো ২০২২ সালের শেষের দিকে ভাল বেতনের চাকরিও ছেড়ে দেয় সোহম। মন দেয় উচ্চতর পড়াশোনার জন্য। ইচ্ছে ছিল গবেষণা সংক্রান্ত কোনও কাজ করার। সেই বছরে মুম্বইয়ের ভাবা অ্যাটমিক এর রিসার্চ সেন্টার থেকে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়। এরপরেই পরীক্ষা দিয়ে বার্কে চাকরিও পায় সে।
advertisement
তবে গেট পরীক্ষার দিয়ে একাধিক আইআইটি তে পড়ার সুযোগও আসে। তবে তা না করে তিনি যোগ দেন ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টারে। সোহম জানিয়েছে, বিভিন্ন বড় বড় কর্পোরেট সেক্টরে ডেভেলপমেন্ট এবং ডেলিভারি এর মধ্যে না থেকে গবেষণা সংক্রান্ত কাজ করতে চাই। পাশাপাশি উচ্চ শিক্ষার জন্য পড়াশোনার পাঠ নিতে আমি চাকরি ছেড়ে দেই। অবশেষে পরীক্ষার মাধ্যমে সুযোগ আসে বার্কে চাকরি করার।
advertisement
প্রসঙ্গত অন্যান্য ছেলেদের মত ছোট থেকে বড় হয়ে ওঠা তার। ঝাড়গ্রাম এর এটি বেসরকারি মাধ্যম স্কুল থেকে চতুর্থ শ্রেণি, তারপর কুমুদকুমারি ইনস্টিটিউশন থেকে উচ্চমাধ্যমিক পাস করে সোহম। এরপর আর পিছন ফিরে তাকাতে হয়নি। লক্ষ্য ছিল নিজের লক্ষ্য প্রতিষ্ঠা। একের পর এক চাকরি আসা সত্ত্বেও তার লক্ষ্য ছিল গবেষণা সংক্রান্ত কাজ করবার। অবশেষে সেই স্বপ্ন সত্যি হয়েছে। ছোট থেকেই ছেলের ইচ্ছে প্রতিষ্ঠা করতে লক্ষ্য স্থির করেছিলেন পরিবারের সকলে। অবশেষে সোহমের কৃতিত্বে খুশি প্রত্যেকে খুশি ঝাড়গ্রামবাসীও।
advertisement
Ranjan Chanda
view comments
বাংলা খবর/ খবর/শিক্ষা/
Jhargram News: স্থানীয় স্কুলে লেখাপড়া, ছেড়েছেন বড় টাকার চাকরি, এবার স্বপ্নপূরণের দুরন্ত কাহিনী
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement