পরিবার সূত্রে আরও জানা যায়, আগামী শনিবারে অফিস থেকে ফিরেই তার বিয়ে করারও কথা ছিল একটি মন্দিরে। আর তার মধ্যে গতকাল রবিবার রাতে ওই মেয়েটির সঙ্গে কোনও একটি ঝামেলা অশান্তির জেরে এইরকম কাজ করেছে বলে অনুমান মৃতের পরিজনদের। আরও জানা গিয়েছে, মৃত্যুর আগে প্রেমিকাকে ফেসবুক ম্যাসেঞ্জারে গলায় ফাঁস দিয়ে মৃত্যুর আগে একটি ভিডিও করেও পাঠিয়েছিল ওই যুবক।
advertisement
আরও পড়ুন: হুড়মুড়িয়ে দাম কমল টোম্যাটোর! গৃহস্থের মুখে হাসি, হতাশা চাষিদের
মৃত যুবকের দাদা এই প্রসঙ্গে জানিয়েছেন, ‘আমার ভাইয়ের দীর্ঘদিন ধরে একটা মেয়ের সঙ্গে রিলেশন ছিল। গত শনিবার ওদের বিয়ে করার কথা ছিল। মেয়েটার বাড়িতে আমার ভাইয়ের যাতায়াত ছিল। গত শনিবার ও ১১:১৫ নাগাদ মেয়েটার বাড়ি থেকেই ও ফোন করেছিল মেয়েটার গলা পেয়েছিলাম ও কথাও বলেছে। গতকাল রাতে কালনার যে বাড়ি আছে ভাইয়ের ওখানে ছিল। সেখানে ও রাত একটা কুড়ি নাগাদ একটা ভিডিও করে মেয়েটাকে পাঠায়। কিছু একটা তর্কাতর্কি হয় যেখানে ও ভিডিও করে পাঠায় যে সুইসাইড করছে। মেয়েটির ম্যাসেঞ্জারেও ভিডিওটি পাঠায় তারপরই সে সুইসাইড করে নেয়। সেই সময় বাড়িতে ঠাকুমা ছিলেন। রাতে আড়াইটে তিনটে নাগাদ উনি বাথরুম করতে উঠেছিলেন, তখন দেখতে পান যে ঘরের মধ্যে লাইট জ্বলছে এবং তারপর উঁকি মেরে দেখেন যে ভাই দড়ি দিয়ে ঝুলছে। আমাদের মনে হচ্ছে প্রেমঘটিত ব্যাপার ওই মেয়েটার জন্যই করেছে।’
আরও পড়ুন: ডায়াবেটিস কমাতে আটা ছেড়ে গোন্দলি চালের রুটি খান, রোগীদের জন্য অত্যন্ত উপকারী!
এরপরে সোমবার সকালে মৃতদেহ উদ্ধার করে কালনা হাসপাতালে মৃতদেহ ময়নাতদন্তের জন্য নিয়ে আসা হয়। এই ঘটনায় ছড়িয়েছে ব্যাপক চাঞ্চল্য।
বনোয়ারিলাল চৌধুরী