সূত্রের খবর, আকাশ দুই বছর ধরে এক কলেজ পড়ুয়া ছাত্রীর সঙ্গে প্রেম করতেন। এই ঘটনা জানতেন আকাশের পরিবারের লোকজন। কিন্তু মেয়েটিকে তাঁরা চিনতেন না বলে জানিয়েছেন আকাশের পরিবারের লোকজন।
আরও পড়ুন: সর্বনাশ! রাজারহাটে বহুতলের নীচে ওটা কী পড়ে! দেখেই ভয়ে বাড়ি ঢুকে গেল সবাই
advertisement
তবে সবকিছু ঠিক থাকলেও, সম্প্রতি মেয়েটি আকাশের থেকে দূরে থাকতে শুরু করেন বলে জানা গিয়েছিল। যা মেনে নিতে পারেননি আকাশ। এ নিয়ে কথাকাটাকাটিও হয় দু’জনের মধ্যে। হোয়াটস্যাপে ম্যাসেজের মাধ্যমে মেয়েটিকে মনের কথা জানায় আকাশ। কিন্ত কোনও কিছুতেই মেয়েটি আর আকাশের কাছে ফিরে আসতে চাইছিলেন না। এর জেরেই চরম সিদ্ধান্ত নেন আকাশ।
আরও পড়ুন: শরীর থেকে মাথা আলাদা করে স্ত্রীকে ৯ টুকরো করেছিল স্বামীই, মালতি সোরেনের হত্যামামলার কিনারা
হোয়াটস্যাপে ভিডিও কল করে আত্মঘাতী হন তিনি। এই ঘটনার পর তড়িঘড়ি আকাশকে আমতলা গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় তাঁর পরিবারের লোকজন। সেখানেই চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এরপর পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। এই ঘটনায় আকাশের বাবা মিন্টু নস্কর বিষ্ণুপুর থানায় অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের প্রেক্ষিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
নবাব মল্লিক