জানা গিয়েছে পানাবুলের তিন ছেলে সামাদ আলম, জাহির আলম ও মনসুর। তিন ছেলেকে জমি ভাগ করে দেন বাবা পানাবুল। সেই জমি ভাগাভাগি নিয়ে বিবাদ শুরু হয় বাবা ও দুই ভাইয়ের সঙ্গে মনসুরের। সেই বিবাদ চলাকালীন আচমকা মনসুর ধারাল অস্ত্র দিয়ে তার বাবা ও দুই ভাইয়ের উপর চড়াও হয়।
আরও পড়ুন: ‘কর্ণাটকের ফল বলে দিচ্ছে ওটা ট্রাবল ইঞ্জিন’, বিজেপিকে কড়া আক্রমণ অভিষেকের
advertisement
আরও পড়ুন: অভিষেকের সভার কাজ দেখে আর ফেরা হল না, মেমারিতে মর্মান্তিক পরিণতি তৃণমূলের শুভেন্দুর!
এরপর একের পর এক ধারাল অস্ত্র দিয়ে আঘাত করে তিনজনকে বলে অভিযোগ। ঘটনায় গুরুতর জখম হন বাবা পানাবুল ও তার দুই ভাই।। জখমদের উদ্ধার করে ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয় চিকিৎসার জন্য।ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ইসলামপুর থানার পুলিশ। তদন্ত শুরু করেছে পুলিশ।
advertisement
পিয়া গুপ্তা
Location :
Kolkata,West Bengal
First Published :
May 14, 2023 5:06 PM IST






