TRENDING:

Malda News: মালদহের কালিয়াচকে উদ্ধার প্রচুর পরিমাণে ব্রাউন সুগার এবং নিষিদ্ধ কফ সিরাপ !

Last Updated:

পৃথক পৃথক অভিযানে জোড়া সাফল্য। গ্রেফতার এক মাদক কারবারি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
সেবক দেবশর্মা, মালদহ: মালদহের কালিয়াচকে একই দিনে পৃথক পৃথক অভিযানে ব্রাউন সুগার এবং নিষিদ্ধ কফ সিরাপ উদ্ধার করল পুলিশ। বাজেয়াপ্ত হওয়া ব্রাউন সুগার ও কফ সিরাপের বাজার মূল্য কয়েক লক্ষ টাকা। ঘটনায় গ্রেফতার করা হয়েছে মাদকচক্রের এক চাঁইকে। এই ঘটনার পর মালদহের কালিয়াচক এবং আশপাশের এলাকাকে করিডর করে মাদক পাচার চক্রের সক্রিয়তার প্রমাণ মিলেছে। ধৃত মাদক চক্রের চাঁই প্রফুল্ল মণ্ডল। তার বাড়ি নালদাহারি এলাকায়। আরও জিজ্ঞাসাবাদের জন্য তাকে হেফাজতে নিয়েছে পুলিশ।
মালদহের কালিয়াচকে উদ্ধার প্রচুর ব্রাউন সুগার এবং নিষিদ্ধ কফ সিরাপ
মালদহের কালিয়াচকে উদ্ধার প্রচুর ব্রাউন সুগার এবং নিষিদ্ধ কফ সিরাপ
advertisement

জানা গিয়েছে, মালদহের কালিয়াচক থানার অধীন গোলাপগঞ্জ তদন্ত কেন্দ্রের পুলিশের কাছে গোপন সূত্রে ব্রাউন সুগার পাচার সংক্রান্ত খবর আসে। তার ভিত্তিতে তদন্তে নেমে নালদাহারি এলাকায় প্রফুল্ল মণ্ডলের বাড়িতে হানা দেয় পুলিশ। তল্লাশি চালিয়ে একটি কালো প্লাস্টিক ব্যাগে লুকনো অবস্থায় প্রায় ৩০০ গ্রাম ব্রাউন সুগার বাজেয়াপ্ত করা হয়।

আরও পড়ুন- ফোনে নেটওয়ার্ক আর চার্জ থাকা সত্ত্বেও কল করার ক্ষেত্রে অসুবিধা? এই উপায়গুলিতেই কিন্তু হবে মুশকিল আসান

advertisement

এদিনই কালিয়াচক থানার জালুয়াবাঁধাল গ্রাম পঞ্চায়েতের কদমতলা গ্রামে হানা দেয় কালিয়াচক থানার পুলিশ। সেখানে একটি পরিত্যক্ত সাদা ট্যাক্সি আটক করা হয়। সূত্র মারফত পাওয়া খবর অনুযায়ী, ওই ট্যাক্সির পা দানিতে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় ১৩০০ ( এক হাজার তিনশো) বোতল নিষিদ্ধ কফ সিরাপ। তবে ওই গাড়ির মধ্যে কাউকে পাওয়া যায়নি। মালিকানা দাবি না করায় কাউকেই গ্রেফতারও করতে পারেনি পুলিশ। তবে আটক হওয়া বিপুল পরিমাণ কফ সিরাপের বাজার মূল্য কয়েক লক্ষ টাকা বলে দাবি পুলিশের। এই ঘটনায় ওই ট্যাক্সি মালিকের নামে মামলা রুজু করেছে পুলিশ।

advertisement

আরও পড়ুন-সাবধানতা অবলম্বন না করলে স্ট্রোকের কারণে জীবন পর্যন্ত বিপন্ন হতে পারে! বিশদে জানুন এই রোগ সম্পর্কে

সেরা ভিডিও

আরও দেখুন
৫৫০ বছর পার করে আজও অটুট! মালদহের 'এই' ব্রিজ বাংলার গর্ব, ইতিহাসের সাক্ষী
আরও দেখুন

এদিকে একই দিনে পরপর ব্রাউন সুগার এবং কফ সিরাপ উদ্ধারের ঘটনাকে নিজেদের সাফল্য বলে মনে করছে পুলিশ। উল্লেখ্য, মালদহের বাংলাদেশ সীমান্তবর্তী এলাকাকে বেশ কিছুদিন ধরেই মাদক পাচারের করিডর হিসেবে ব্যবহার করছে একটি চক্র। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ওই বিপুল পরিমাণ কফ সিরাপ বাংলাদেশে পাচারের উদ্দেশ্যেই মজুত করা হয়েছিল। এর পিছনে শক্তিশালী মাদকচক্রের হাত রয়েছে বলেও সন্দেহ পুলিশের। ধৃতকে জেরা করে এসংক্রান্ত তথ্য পাওয়া়র আশা করছে পুলিশ।

advertisement

বাংলা খবর/ খবর/ক্রাইম/
Malda News: মালদহের কালিয়াচকে উদ্ধার প্রচুর পরিমাণে ব্রাউন সুগার এবং নিষিদ্ধ কফ সিরাপ !
Open in App
হোম
খবর
ফটো
লোকাল