ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনা জেলার উস্তি থানার মহেশ্বরা প্রগতি সংঘ প্রাথমিক স্কুলে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। পুলিশ জানিয়েছে, ধৃত প্রধান শিক্ষক আনারুল হোসেন সর্দার চতুর্থ শ্রেণির পড়ুয়া এক ছাত্রীকে যৌন হেনস্থা করে। নির্যাতিত ছাত্রীর পরিবারের লোকজনেরা থানায় অভিযোগ জানায়। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত নেমে পুলিশ জানতে পারে প্রধান শিক্ষক একাধিক ছাত্রীকে যৌন হেনস্থা চালাত। এরপরই প্রধান শিক্ষককে গ্রেফতার করে পুলিশ।
advertisement
আরও পড়ুন: পুরসভার অফিসার পরিচয় দিয়ে ব্যবসায়ীর টাকা হাতিয়ে চম্পট!
ধৃতের বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু করা হয়েছে। ধৃতকে ডায়মন্ড হারবার মহকুমা আদালতে পেশ করা হলে পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। এ নিয়ে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। ধৃত শিক্ষকের কঠোর শাস্তির দাবি তুলেছেন এলাকাবাসীরা। তাদের দাবি ওই শিক্ষককে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।
আরও পড়ুন: বাড়ি থেকে বেরনোর সময় ফ্রিজে একটা কাপে কয়েন রাখুন, চমকপ্রদ উপকার পাবেন!
শিক্ষক হয়ে এমন ঘটনা ঘটানোয় ওই শিক্ষক যাতে ভবিষ্যতে আর কোনও জায়গায় কাজ না পায় তার ব্যবস্থা করার অনুরোধ করেছে তারা। সেই সঙ্গে ওই শিক্ষক আর কোনও অপরাধের সঙ্গে যুক্ত কিনা তার তদন্ত করে দেখার অনুরোধ করেছেন তাঁরা। এদিকে এই ঘটনায় তদন্ত শুরু করে পুলিশ। ধৃত ব্যক্তিকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। ধৃত ব্যক্তি আর কোনোও অপরাধের সঙ্গে জড়িত কিনা সেটিও খতিয়ে দেখছে পুলিশ।
নবাব মল্লিক