TRENDING:

Crime News: সম্পত্তির লোভে ভাইকে কোপ দাদার! নৃশংস ঘটনায় তোলপাড় নওদা

Last Updated:

Crime News: পরিবারের অভিযোগ, সম্পত্তির ভাগ পেতে সৎ দাদা মাইনুল সেখ শাহিনকে খুন করেছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুর্শিদাবাদ: সম্পত্তির ভাগ পাবে সৎ ভাই। এই আশঙ্কায় ভাইকে খুনের অভিযোগ উঠল দাদার বিরুদ্ধে। তিন দিন নিখোঁজ থাকার পর মাঠ থেকে উদ্ধার হল কিশোরের মৃতদেহ। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য নওদা থানার আলমপুর এলাকায়। মৃতের নাম শাহিন সেখ (১১)।
প্রতীকী ছবি
প্রতীকী ছবি
advertisement

পরিবারের অভিযোগ, সম্পত্তির ভাগ পেতে সৎ দাদা মাইনুল সেখ শাহিনকে খুন করেছে। খবর পেয়ে নওদা থানার পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠায়। অভিযুক্ত মাইনুল সেখকে গ্রেফতার করেছে পুলিশ। জেলা পুলিশ সুপার সুরিন্দর সিং বলেন, দাদা মইনুলকে আগেই গ্রেফতার করা হয়েছিল। এর সঙ্গে আর কেউ জড়িত আছে কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে।

advertisement

আরও পড়ুন: অতিথিদের সামনেই কনের সঙ্গে ‘অসভ্যতা’ বরের, বিয়ের দিনই ডিভোর্স ফাইল!

মাস তিনেক আগে নওদা ত্রিমোহিনী চরপাড়া এলাকার বাসিন্দা শাহিন সেখের মা অঞ্জলি বিবি মজিবুর সেখের সঙ্গে দ্বিতীয় বিয়ে করে। গত সোমবার থেকে নিখোঁজ ছিল অঞ্জলি বিবির আগের পক্ষের ছেলে শাহিন সেখ। অনেক খোঁজাখুঁজি করেও কোনও খোঁজ না পাওয়ায় নওদা থানায় নিখোঁজ ডায়েরি দায়ের করে পরিবারের লোকেরা। পরিবারের লোকেরা অভিযোগ তোলে বাবা মজিবুর সেখ দ্বিতীয় বিয়ে করায় সম্পত্তির ভাগ পাবে সৎ ভাই শাহিন। সেই আশঙ্কাতেই মজিবুর সেখের ছেলে মাইনুল সেখ সৎ ভাই শাহিন সেখকে খুন করেছে।

advertisement

আরও পড়ুন: শাহরুখের উপর রাগে জিন্স ছিঁড়ে ফেলেন সানি, ২০ বছর ধরে তাঁদের কথা বন্ধ! কী হয়েছিল সেদিন?

অভিযোগের ভিত্তিতে পুলিশ মাইনুলকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ শুরু করে। এরপর বুধবার সকালে নওদা থানার আলমপুর এলাকায় মাঠ থেকে উদ্ধার হয় শাহিনের ক্ষতবিক্ষত মৃতদেহ। ঘটনায় শোকের ছায়া মৃতের পরিবারজুড়ে। মৃত শাহিন সেখের মাসি ভিঞ্জরা বিবি বলেন, ‘আমার বোন দ্বিতীয় বিয়ে করেছে। শাহিনের সৎ দাদা মাইনুল সেখই খুন করেছে। আমি চাই পুলিশ ওকে কঠোর শাস্তি দিক। মৃতের আত্মীয় সঞ্জয় সেখ বলেন, বাবা দ্বিতীয় বিয়ে করায় সম্পত্তির ভাগ যাতে সৎ ভাই না পায় সেইকারনে শাহিনকে মজিবুর সেখের ছেলে মাইনুল সেখ খুন করেছে। পুলিশ ওকে গ্রেফতার করে তদন্ত করছে। আমি চাই পুলিশ উপযুক্ত শাস্তির ব্যবস্থা করুক।’

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ইতিহাসের শহরে বিষ্ণুপুর কালীবাড়ির পুজো! মুর্শিদাবাদের এই দেবীকে ঘিরে রয়েছে বহু কাহিনী
আরও দেখুন

প্রণব বন্দ্যোপাধ্যায়

বাংলা খবর/ খবর/ক্রাইম/
Crime News: সম্পত্তির লোভে ভাইকে কোপ দাদার! নৃশংস ঘটনায় তোলপাড় নওদা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল