গতকাল রাত দশটা নাগাদ দুই ভাইয়ের মধ্যে ঝগড়া শুরু হয়। মৃতের বাবা খগেন মণ্ডল জানান, কৃষ্ণকান্ত কয়েকদিন ধরেই বাড়িতে ঝামেলা করছিলেন। সোমবারও ঘরের আসবাব ভাঙচুরের পাশাপাশি সকলকে মারধর শুরু করেন।
আরও পড়ুন: কেন শ্রাবণ মাসে চাহিদা বাড়ছে মাটির ঘটের? জানলে অবাক হবেন
রমাকান্তের কাছে টাকা দাবি করেন কৃষ্ণকান্ত। দুজনের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়, তারপর হাতাহাতি। পরে হাতের কাছে একটি ধারালো কুড়ুল নিয়ে উভয়ের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। তখন রমাকান্ত কুড়ুল দিয়ে কৃষ্ণকান্তের গলায় দু’বার কোপ মারে বলে খগেন জানান।
advertisement
আরও পড়ুন: সুন্দরবনের নতুন আলো! অভিনব এই উদ্যোগের কথা জানলে আপনারও মন ভরে যাবে
খবর পেয়ে খড়িবাড়ি থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করেন। গ্রেফতার করা হয় রমাকান্তকে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়। খড়িবাড়ি থানার ওসি সুদীপ বিশ্বাস জানান, অভিযুক্ত ছোট ভাইকে গ্রেফতার করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।
অনির্বাণ রায়