জানা গিয়েছে মৃত বোন এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল। গতকাল রাতে ভাই-বোনের মধ্যে তুমুল ঝগড়া বিবাদ হয়েছিল। প্রতিবেশীরা শুনতে পেয়েছিলেন। ওই সময় রাগের মাথায় মা বাবার সামনেই ছুরি দিয়ে বোনের পিঠে একাধিক বার আঘাত করলে গুরুতর আহত হয় বোন। রক্তাক্ত অবস্থায় বোনকে জলপাইগুড়ি সুপার স্পেশ্যালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।
advertisement
আরও পড়ুন: সামনেই ছিলেন মীনাক্ষী, সেখানেই পুলিশকে ঠাসিয়ে চড়! নিন্দার ঝড় উঠল সর্বত্র
আরও পড়ুন: ঠিক এক মাস আগে ভয়াবহ হৃদরোগে আক্রান্ত হন, এখন কেমন আছেন সুস্মিতা সেন?
এই ঘটনায় দাদা রাহুল ঠাকুরকে পুলিশ আটক করেছে। কী কারণে এমন ঘটনা ঘটেছে তা জানার জন্য তদন্ত শুরু করেছে জলপাইগুড়ি কোতয়ালি থানার পুলিশ। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এলাকার স্থানীয় বাসিন্দা উজ্জল সরকার বলেন যে, গতকাল তাঁদের ঝগড়ার শব্দ আসছিল। কী কারণে সেই বিবাদ সঠিক ভাবেও জানা নেই। তার কারণে এই মর্মান্তিক ঘটনা ঘটল মনে হচ্ছে।
সুরজিৎ দে