আরও পড়ুনঃ স্বাধীনতা আন্দোলনে কুমারগ্রামের স্মৃতিতে আজও দগদগ করছে ইংরেজদের অত্যাচারের ঘা!
সেই সময়ে চুপি চুপি হঠাৎই তাঁর স্বামী কিছু জমি দালাল এর কাছে তাঁর বাড়িটি বিক্রি করে ফেলে। আরতি দেবী জানান তিনি এদিন রাতে জমি দালালরা বাড়ি এলে তাঁদের কথা মতো বাড়ি ছাড়তে না চাইলে আরতি সাহা ও তার বোন প্রতিমা সাহাকে সেই জমি দালালরা শ্লীলতহানির চেষ্টা করে। এদিন নিজের ইজ্জত বাঁচাতে বাড়িতে রাখা অ্যাসিড দিয়ে দুষ্কৃতিকারীদের হামলা করে আরতি সাহা ও তাঁর বোন।
advertisement
এই অ্যাসিড হামলার ঘটনায় চার জন আহত। আহত অবস্থায় চারজনকে উদ্ধার করে করণদিঘী গ্রামীণ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়। অ্যাসিড হামলার ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় করণদিঘী থানার পুলিশ। করণদিঘী থানার পুলিশ জানিয়েছেন অ্যাসিড ছুড়ে হামলার ঘটনায় চার জন আহত হয়েছে। ঘটনা কী কারণে ঘটেছে তদন্ত করে দেখা হবে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
পিয়া গুপ্তা