TRENDING:

Crime News: নিজেদের প্রাণ বাঁচাতে সাহসী পদক্ষেপ দুই বোনের! অ্যাসিড হামলায় আহত চারজন দালাল

Last Updated:

Crime News: নিজের ইজ্জত বাঁচাতে বাড়িতে রাখা অ্যাসিড দিয়ে দুষ্কৃতিকারীদের হামলা করে তার বোন আরতি সাহা। এই অ্যাসিড হামলার আহত ৪ জন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
উত্তর দিনাজপুর: অ্যাসিড হামলার ঘটনায় আহত চারজন জমির দালাল।ঘটনা উত্তর দিনাজপুর করণদিঘী থানার অন্তর্গত পিচলা গ্রামের। আরতি সাহা নামে এক গৃহবধূর অভিযোগ তপন সিংহের সঙ্গে বছর পাঁচেক আগে তাঁর বিয়ে হয়। বিয়ের পরেই স্বামী পরকীয়ার জেরে হঠাৎই অন্য এক মহিলাকে বিয়ে করে ফেলে। আরতি সাহাকে অনেকবার বাড়ি থেকে চলে যেতে বলে তাঁর স্বামী। কিন্তু বাড়ি থেকে না যাওয়ায় স্বামী তপন সিংহ সেই মহিলাকে নিয়ে আলাদা বাড়িতে চলে যায়।
নিজেদের প্রাণ বাঁচাতে সাহসী পদক্ষেপ দুই বোনের!
নিজেদের প্রাণ বাঁচাতে সাহসী পদক্ষেপ দুই বোনের!
advertisement

আরও পড়ুনঃ স্বাধীনতা আন্দোলনে কুমারগ্রামের স্মৃতিতে আজও দগদগ করছে ইংরেজদের অত‍্যাচারের ঘা!

সেই সময়ে চুপি চুপি হঠাৎই তাঁর স্বামী কিছু জমি দালাল এর কাছে তাঁর বাড়িটি বিক্রি করে ফেলে। আরতি দেবী জানান তিনি এদিন রাতে জমি দালালরা বাড়ি এলে তাঁদের কথা মতো বাড়ি ছাড়তে না চাইলে আরতি সাহা ও তার বোন প্রতিমা সাহাকে সেই জমি দালালরা শ্লীলতহানির চেষ্টা করে। এদিন নিজের ইজ্জত বাঁচাতে বাড়িতে রাখা অ্যাসিড দিয়ে দুষ্কৃতিকারীদের হামলা করে আরতি সাহা ও তাঁর বোন।

advertisement

এই অ্যাসিড হামলার ঘটনায় চার জন আহত। আহত অবস্থায় চারজনকে উদ্ধার করে করণদিঘী গ্রামীণ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়। অ্যাসিড হামলার ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় করণদিঘী থানার পুলিশ। করণদিঘী থানার পুলিশ জানিয়েছেন অ্যাসিড ছুড়ে হামলার ঘটনায় চার জন আহত হয়েছে। ঘটনা কী কারণে ঘটেছে তদন্ত করে দেখা হবে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

পিয়া গুপ্তা

বাংলা খবর/ খবর/ক্রাইম/
Crime News: নিজেদের প্রাণ বাঁচাতে সাহসী পদক্ষেপ দুই বোনের! অ্যাসিড হামলায় আহত চারজন দালাল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল