পুলিশ জানিয়েছে নিহতের নাম ধনরাজ। তিনি স্থানীয় শিবরামপুর চৌকি এলাকার তারাভ গ্রামের বাসিন্দা। ধনরাজের পরিবারের অভিযোগ, ওই গ্রামেরই বাসিন্দা অশোক যাদব ২০ টাকার জন্য এই ঘটনা ঘটিয়েছেন।
আরও পড়ুন – Crime News: থানা থেকে হাজিরা দিয়ে ফেরার সময় নারায়ণপুরে গুলি করে খুন সাজাপ্রাপ্ত আসামী
advertisement
পরিবারের দাবি, দিন পাঁচেক আগে ওই গ্রামেরই বাসিন্দা অশোক যাদব নামে এক যুবক ধনরাজের কাছ থেকে ২০ টাকা ধার নিয়েছিলেন। ঘটনার একদিন আগে ধনরাজ তাঁর কাছে ২০ টাকা ফেরত চাইতে যান। কিন্তু টাকা ফেরত দেওয়ার বদলে অশোক যাদব তাঁকে গালিগালাজ করতে থাকেন বলে অভিযোগ। এই সময় বচসা বাড়তে বাড়তে হাতাহাতিতে গড়িয়ে যায়। সেই সময় এলাকার বাসিন্দারাই মধ্যস্থতা করে দু’জনকে সরিয়ে দেন। কিন্তু ধনরাজের পরিবারের অভিযোগ, তখনই অশোক তাঁকে দেখে নেওয়া হবে বলে হুমকি দিয়ে যায়।
আরও পড়ুন – Success Story: চাষির ঘরের মেয়ে, এশিয়ান চ্যাম্পিয়নশিপে দেশকে এনে দিলেন সম্মান, সামনে আরও বড় লক্ষ্য
এলাকায় ধনরাজ একটি জলখাবারের দোকান চালাতেন। ওই সন্ধ্যায় তিনি দোকান বন্ধ করে বাড়ি ফিরে গেলেও, পরের দিনের জন্য কেনাকাটা করতে বেরোন একটু রাত করে। গভীর রাত পর্যন্ত তিনি বাড়ি না ফেরায় খুঁজতে বের হয় পরিবারের লোকজন।
পরে জিআরপি থানার পুলিশ রেললাইনের পাশ থেকে ধনরাজের লাশ উদ্ধার করে। ঘটনার তদন্ত শুরু করেছে শিবরামপুর ফাঁড়ির পুলিশ।
পুলিশ জানিয়েছে, দেহ রেল পুলিশের হাত থেকে নিয়ে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পুলিশ সুপার বৃন্দা শুক্লা বলছেন, নিহতের পরিবারের তরফে খুনের অভিযোগ পাওয়া গিয়েছে। শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের রিপোর্টের জন্য অপেক্ষা করা হচ্ছে।