TRENDING:

Crime news: গরু বাঁধা নিয়েই বিপত্তি! দুই পরিবারের মধ্যে ধুন্ধুমার! হাসপাতালে ভর্তি ৩

Last Updated:

গরু বাঁধাকে কেন্দ্র করে দুই পরিবারে অশান্তির সৃষ্টি হয়। আর এই ঘটনার জেরেই লোহার রড ও বাঁশ দিয়ে বেধড়ক মারধরের কারণে গুরুতর আহত অবস্থায় মাথাভাঙা হাসপাতালে চিকিৎসাধীন এক ব্যক্তি-সহ দুই মহিলা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মাথাভাঙা: গরু বাঁধাকে কেন্দ্র করে দুই পরিবারে অশান্তির সৃষ্টি হয়। আর এই ঘটনার জেরেই লোহার রড ও বাঁশ দিয়ে বেধড়ক মারধরের কারণে গুরুতর আহত অবস্থায় মাথাভাঙা হাসপাতালে চিকিৎসাধীন এক ব্যক্তি-সহ দুই মহিলা। আহতদের নাম হরি বর্মন, সিন্ধুবালা বর্মন ও নলিতা বর্মন।
advertisement

ঘটনাটি ঘটেছে কুর্শামারি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত মহিষচুরি এলাকায়। ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় মাথাভাঙা থানার পুলিশ। আহতদের পক্ষ থেকে মাথাভাঙা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

আরও পড়ুন: ইঞ্জিনভ্যান উল্টে সাঙ্ঘাতিক কাণ্ড আরামবাগে! গুরুতর আহত ৭ জন

এই ঘটনায় আহত হরি বর্মণের স্ত্রী সুনিতা বর্মন জানান, পাশের বাড়ির দেওরের স্ত্রী তাঁদের একটি গরু গাছের ছায়ার বেঁধে রেখেছিলেন। তবে তাঁর স্বামী সেখানে বাঁশের কাজ করতে গেলে গরুটিকে একটু সরিয়ে বেঁধে দেন। সেই থেকেই ব্যাপক বচসায় সূত্রপাত হয় দুই পরিবারের মধ্যে।

advertisement

আরও পড়ুন: বেআইনি বাজি কারখানা খুঁজতে অভিনব পন্থা! বারুইপুরে বিরাট চমক পুলিশের

এরপরই হঠাৎ করেই সেই পরিবারের এক ব্যক্তি এসে তাঁর স্বামী ও পরিবারের দুই মহিলাকে ব্যাপক মারধর করে। মূলত রড ও বাঁশ দিয়ে ব্যাপক পেটানো শুরু করে সে। এরপরেই আহতদের নিয়ে আসা হয় মাথাভাঙা হাসপাতালে। এই গোটা ঘটনা নিয়ে মাথাভাঙা থানায় লিখিত অভিযোগ জানানো হয়েছে।”

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
কালীপুজোয় খড়ের গহনা সজ্জায় প্রতিমা সহ নানা চমক দিতে প্রস্তুত এই ক্লাব
আরও দেখুন

Sarthak Pandit

বাংলা খবর/ খবর/ক্রাইম/
Crime news: গরু বাঁধা নিয়েই বিপত্তি! দুই পরিবারের মধ্যে ধুন্ধুমার! হাসপাতালে ভর্তি ৩
Open in App
হোম
খবর
ফটো
লোকাল