ঘটনার সময় ছাত্রীর উপর নির্যাতনের ভিডিও রেকর্ড করা হয় বলে অভিযোগ। এই ঘটনার কথা জানাজানি হতেই যমুনা নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্য়া করার চেষ্টা করে দ্বাদশ শ্রেণির ওই ছাত্রী। যদিও স্থানীয়দের তৎপরতায় প্রাণে বাঁচে সে। অভিযোগ, ঘটনার পরই থানায় গেলেও ওই ছাত্রীর অভিযোগ নিতে চায়নি পুলিশ। উল্টে মদ্যপ বলে তাকেই চড় মারেন এক পুলিশকর্মী৷
advertisement
আরও পড়ুন: কুপ্রস্তাবে না, গৃহবধূকে বিষ খাইয়ে খুন করল প্রতিবেশী যুবক! দেগঙ্গায় ভয়ঙ্কর অভিযোগ
ওই ছাত্রীর চাঞ্চল্যকর অভিযোগ, একটি পার্টিতে ওই তাকে মাদক খাইয়ে গণধর্ষণ করা হয়৷ ঘটনার ভিডিও রেকর্ড করা হয়৷ ছাত্রীর দাবি, আরও অন্তত এক ডজন ছাত্রীর সঙ্গে একই ঘটনা ঘটেছে৷ কিন্তু এতদিন কেউই মুখ খোলেনি৷ ছাত্রীর অভিযোগ, কয়েক সপ্তাহ ধরে ওই কোচিং সেন্টারের শিক্ষক এবং আরও কয়েকজন মিলে তার উপরে অত্যাচার চালিয়েছে৷
শেষ পর্যন্ত স্থানীয় একটি স্বেচ্ছাসেবী সংস্থার দ্বারস্থ হয় ওই ছাত্রী এবং তার পরিবার৷ এর পরে ওই স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকেই অভিযোগের তদন্ত চেয়ে পুলিশের সঙ্গে যোগাযোগ করা হয়৷