Crime News: কুপ্রস্তাবে না, গৃহবধূকে বিষ খাইয়ে খুন করল প্রতিবেশী যুবক! দেগঙ্গায় ভয়ঙ্কর অভিযোগ
- Published by:Debamoy Ghosh
Last Updated:
অসুস্থ অবস্থায় ওই গৃহবধূকে প্রথমে বারাসত জেলা হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে আরজিকর হাসপাতালে পাঠানো হয়
জিয়াউল আলম, দেগঙ্গা: কুপ্রস্তাবে রাজি হননি। আর সেই রাগেই এক গৃহবধূকে কীটনাশক খাইয়ে খুনের অভিযোগ উঠল প্রতিবেশী যুবকের বিরুদ্ধে। মঙ্গলবার রাতে আরজিকর হাসপাতালে মৃত্য়ু হয় উত্তর চব্বিশ পরগণার দেগঙ্গার বাসিন্দা ৪৮ বছরের ওই মহিলার। ঘটনার তদন্ত শুরু করেছে দেগঙ্গা থানার পুলিশ। খোঁজ চলছে অভিযুক্তের।
জানা গিয়েছে, অভিযুক্ত ওই যুবকের তাঁদের বাড়িতে যাতায়াত ছিল। সেই সূত্রেই সে বেশ কয়েক বার ওই গৃহবধূকে কুপ্রস্তাব দেয় বলে অভিযোগ। যা প্রত্য়াখ্য়ান করেন তিনি। গত ২৩ জানুয়ারি ওই গৃহবধূর পেটে ব্য়থা হয়। অভিযোগ, পেটে ব্য়থার ওষুধের নাম করে ওই গৃহবধূকে কীটনাশক দেন ওই যুবক। আর তা খেয়েই অসুস্থ হয়ে পড়েন গৃহবধূ।
advertisement
advertisement
অসুস্থ অবস্থায় ওই গৃহবধূকে প্রথমে বারাসত জেলা হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে আরজিকর হাসপাতালে পাঠানো হয়। গতকাল রাতে সেখানেই মৃত্য়ু হয় তাঁর।
ঘটনার পরই প্রতিবেশী যুবকের বিরুদ্ধে দেগঙ্গা থানায় অভিযোগ দায়ের করেন মহিলার স্বামী। ইতিমধ্য়েই এলাকা ছেড়ে পালিয়েছে অভিযুক্ত যুবক। তার খোঁজে শুরু হয়েছে তল্লাশি।
Location :
Kolkata,Kolkata,West Bengal
First Published :
January 25, 2023 11:28 AM IST