TRENDING:

Murshidabad Recruitment Scam: ছেলের চাকরি নিজের স্কুলেই, মুর্শিদাবাদের শিক্ষকের বেনিয়ম চমকে দেবে সবাইকে

Last Updated:

Murshidabad Recruitment Scam: মুর্শিদাবাদ সুথি গথা হাই স্কুলের প্রধান শিক্ষক  আশীষ তিওয়ারি আজ জিজ্ঞাসাবাদে  স্বীকার করেছেন যে বেনিয়ম করে ছেলেকে চাকরি পাইয়ে দিয়েছেন তিনি

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: মুর্শিদাবাদ সুথি গথা হাই স্কুলে অনৈতিক ভাবে শিক্ষক নিয়োগের ঘটনায় প্রধান শিক্ষক আশীষ তিওয়ারিকে গ্রেফতার করল সিআইডি ।ভবানী ভবনে জিজ্ঞাসাবাদ করার পর অবশেষে গ্রেফতার করা হয় তাঁকে। ছেলেকে অনৈতিক ভাবে চাকরি পাইয়ে দেওয়ার ঘটনায় গ্রেফতার হলেন প্রধান শিক্ষক। দীর্ঘ সাত ঘন্টা জিজ্ঞাসাবাদের পর অবশেষে তাঁকে সোমবার গ্রেফতার করে পুলিশ।
অভিযুক্ত প্রধান শিক্ষক
অভিযুক্ত প্রধান শিক্ষক
advertisement

মুর্শিদাবাদ সুথি গথা হাই স্কুলের প্রধান শিক্ষক  আশীষ তিওয়ারি আজ জিজ্ঞাসাবাদে  স্বীকার করেছেন যে বেনিয়ম করে ছেলেকে চাকরি পাইয়ে দিয়েছেন তিনি। তাঁকে জিজ্ঞাসা করা হয়, কী ভাবে  অ্যাপয়েন্টমেন্ট লেটার পেল ছেলে অনিমেষ? উত্তরে অসঙ্গতি ছিল আশিসের।  কী ভাবে বেতন পেত ছেলে? এমনই একাধিক প্রশ্ন উত্তর এড়িয়ে যান প্রধান শিক্ষক। শেষ পর্যন্ত স্বীকার করেন  বেনিয়ম করে ছেলেকে চাকরি পাইয়ে দিয়েছেন তিনি। এ বার সিআইডি তাঁকে হেফাজতে নিয়ে বিভিন্ন উদ্ধারের চেষ্টা করবে বলে সিআইডি  সূত্রে খবর। মঙ্গলবার তাঁকে জঙ্গিপুর আদালতে পেশ করা হবে।

advertisement

আরও পড়ুন: মমতার কবিতা পাঠ করলেন শুভেন্দু! নামেই 'সম্মান', কবির নামও নিলেন না বিরোধী দলনেতা

আরও পড়ুন: বুধবার মমতা-শুভেন্দু বৈঠক! আবারও কি ২৫ নভেম্বরের পুনরাবৃত্তি? জোর জল্পনা

মুর্শিদাবাদের সুথি গথা হাই স্কুলে বেনিয়ম করে শিক্ষক নিয়োগে ঘটনায় প্রধান শিক্ষক আশীষ তিওয়ারি ভবানী ভবনে হাজির হন সোমবার সকালে । যদিও ছেলে অনিমেষ তিওয়ারি হাজিরা দেননি। ভবানী ভবনে প্রধান শিক্ষককে জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারীরা।

advertisement

মুর্শিদাবাদের স্কুলে বাবা প্রধান শিক্ষক বেনিয়ম করে ছেলে অনিমেষকে চাকরি পাইয়ে দিয়েছিলেন কী করে? ছেলে কী করে বেতন পেতেন? স্কুলে চাকরি পরীক্ষা যে বছর হয়নি সে বছর অনিমেষ চাকরি পান কী করে। পরীক্ষা না হলেও চাকরি কী করে হলো ? নিয়োগে তৎকালীন শিক্ষা দফতরে ভূমিকা কী ছিল? এসব প্রশ্ন জিজ্ঞাসা করে সিআইডি।

advertisement

সুথি গথা হাই স্কুলের প্রধান শিক্ষক ও তাঁর ছেলেকে সোমবার ভবানী ভবনে হাজিরার জন্য নোটিশ দেওয়া হয়েছিল। এর আগে মুর্শিদাবাদে দু’বার ছেলে ও বাবাকে তলব করেছিল সিআইডি। সোমবার ছেলে অনিমেষ তিওয়ারি হাজিরা না দেওয়ায় সিআইডি কড়া পদক্ষেপ করতে পারে বলেও খবর। সিআইডি সূত্রে খবর, ভবানী ভবনে প্রধান শিক্ষক এলেও তাঁর ছেলে আসেননি। অবশেষে একাধিক প্রশ্ন উত্তরে অসঙ্গতি মেলায় প্রধান শিক্ষককে গ্রেফতার করল সিআইডি।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ইতিহাসের শহরে বিষ্ণুপুর কালীবাড়ির পুজো! মুর্শিদাবাদের এই দেবীকে ঘিরে রয়েছে বহু কাহিনী
আরও দেখুন

ARPITA HAZRA

বাংলা খবর/ খবর/ক্রাইম/
Murshidabad Recruitment Scam: ছেলের চাকরি নিজের স্কুলেই, মুর্শিদাবাদের শিক্ষকের বেনিয়ম চমকে দেবে সবাইকে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল