TRENDING:

Home theatre blast update: অন্য ছেলেকে বিয়ে প্রেমিকার, বদলা নিল প্রেমিক! হোম থিয়েটার বিস্ফোরণের কিনারা করল পুলিশ

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
রায়পুর: বিয়েতে উপহার পাওয়া হোম থিয়েটারর চালাতেই বিস্ফোরণে মৃত্যু হয়েছিল নববিবাহিত যুবক এবং তাঁর দাদার৷ ছত্তীসগড়ের কবীরধাম জেলার এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছিল৷
প্রতীকী ছবি৷
প্রতীকী ছবি৷
advertisement

ঘটনার তদন্তে নেমে এবার আরও মারাত্মক তথ্য এল পুলিশের হাতে৷ তদন্তকারীরা জানতে পারলেন, আসলে ওই হোম থিয়েটারের মধ্যে আগে থেকেই বোমা রাখা ছিল৷ হোম থিয়েটার অন করতেই সেটিতে ভয়াবহ বিস্ফোরণ ঘটে৷ আর হোম থিয়েটারের মধ্যে বোমা রেখে ওই হত্যাকাণ্ডের ছক কষেছিলেন নিহত যুবকের স্ত্রীর প্রাক্তন প্রেমিক! ঘটনায় অভিযুক্তকে গ্রেফতারও করেছে পুলিশ৷

advertisement

আরও পড়ুন: বাড়িতে একাই ছিলেন গৃহবধূ, ঘরে ঢুকে চরম সর্বনাশ করলেন তৃণমূল নেতা! অভিযোগ মারাত্মক

গত সোমবার রেঙ্গাখার থানার চমারি গ্রামে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে৷ গত ১ এপ্রিল ২২ বছর বয়সি হেমেন্দ্র মেরাবির বিয়ে হয়েছিল৷ সোমবার হেমেন্দ্র এবং তাঁর পরিবারের সদস্যরা বাড়ির একটি ঘরে বিয়েতে পাওয়া উপহার খুলে দেখছিলেন৷ তাঁদের কথায়, হেমেন্দ্র ওই ইলেক্ট্রিক বোর্ডে প্লাগ লাগিয়ে মিউজিক সিস্টেম চালু করতেই সেটিতে বিস্ফোরণ ঘটে৷ ঘটনাস্থলেই মৃত্যু হয় হেমেন্দ্রর৷

advertisement

এই ঘটনায় হেমেন্দ্রর দাদা রাজকুমারও গুরুতর আহত হন৷ দেড় বছরের একটি শিশু সহ মোট পাঁচ জনের আঘাত লাগে৷ প্রত্যেককেই জেলা হাসপাতালে ভর্তি করা হয়৷ চিকিৎসা চলাকালীনই হেমেন্দ্রর দাদার মৃত্যু হয়৷ বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে ঘরের দেওয়াল এবং ছাদে পর্যন্ত ফাটল ধরে৷

আরও পড়ুন: খদ্দেরের সঙ্গেই প্রেম, বিয়ে! তার পর যা করল যৌনকর্মী, শিউরে উঠতে হয়

advertisement

এই ঘটনার তদন্তে নেমে প্রথমে রীতিমতো অবাক হয়ে যায় পুলিশও৷ কীভাবে সাধারণ হোম থিয়েটারে এরকম ভয়াবহ বিস্ফোরণ ঘটল, তা নিয়েই ধন্দ তৈরি হয়৷ ঘটনাস্থলে যায় ফরেন্সিক দল৷ পাশাপাশি, বিয়েতে কে কোন উপহার দিয়েছিলেন, সেই তালিকাও খতিয়ে দেখে পুলিশ৷ তখনই দেখা যায়, সরযু নামে এক যুবককে চিহ্নিত করে পুলিশ৷ ওই যুবকই হোম থিয়েটারটি উপহার দিয়েছিল৷ সরযুর আর এক পরিচয়, বিস্ফোরণে নিহত হেমেন্দ্রর স্ত্রীর প্রাক্তন প্রেমিক ছিল সে৷ ওই যুবককে পুলিশ জিজ্ঞাসাবাদ করতেই রহস্যের সমাধান হয়৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
উর্দি ছেড়ে গিটার হাতে আধিকারিক, দুই পুলিশ কর্তার গানের গলা অবাক করবে আপনাকেও!
আরও দেখুন

পুলিশের কাছে ওই যুবক স্বীকার করে, প্রেমিকা তাকে বিয়ে না করে হেমেন্দ্রকে বিয়ে করায় বদলা নিতে চেয়েছিল সে৷ সেই মতো হোম থিয়েটারে বোমা রেখে উপহার দেওয়ার ছক কষে সরযু৷ হোম থিয়েটারের ভিতরে বোমা থাকায় সেটির প্লাগ ইলেক্ট্রিক বোর্ডে ঢুকিয়ে চালু করতেই জোরাল বিস্ফোরণ ঘটে৷ মৃত্যু হয় হেমেন্দ্র এবং তাঁর দাদার৷ অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে পুলিশ৷

বাংলা খবর/ খবর/ক্রাইম/
Home theatre blast update: অন্য ছেলেকে বিয়ে প্রেমিকার, বদলা নিল প্রেমিক! হোম থিয়েটার বিস্ফোরণের কিনারা করল পুলিশ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল