TRENDING:

Anubrata Mondal|| চোখা চোখা প্রশ্নের তালিকা তৈরি, অনুব্রতকে এবার ঘিরে ধরবে সিবিআই! টানটান উত্তেজনা

Last Updated:

CBI interrogate Anubrata Mondal today: আজ থেকেই জেরা শুরু করতে চায় সিবিআই। তার জন্য তৈরি হয়েছে চোখা চোখা প্রশ্নের তালিকা। কী কী প্রশ্ন করতে চান তদন্তকারী আধিকারিকরা? জানুন

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: যে নিজাম প্যালেসে যাওয়ার জন্য বারে বারে সিবিআইয়ের তলব এড়িয়ে গিয়েছেন অনুব্রত মণ্ডল, শুক্রবার ভোররাত থেকে সেই নিজাম প্যালেসেই রয়েছেন বীরভূমের দুঁদে নেতা। হেফাজতে পাওয়ার পর গতকাল রাত ২.৩৫ মিনিট নাগাদ অনুব্রত মণ্ডলকে নিয়ে নিজাম প্যালেসে পৌঁছন সিবিআই কর্তারা।
advertisement

সূত্রের খবর, আজ থেকেই জেরা শুরু করতে চায় সিবিআই। তার জন্য তৈরি হয়েছে চোখা চোখা প্রশ্নের তালিকা। কী কী প্রশ্ন করতে চান তদন্তকারী আধিকারিকরা? সম্ভাব্য প্রশ্নতালিকার প্রথমেই সিবিআই জানতে চাইতে পারেন গরুপাচারে কীভাবে মদত দিতেন তিনি? বীরভূমকে কী ভাবে ট্রানজিট রুট হিসাবে ব্যবহার করা হত? রুট নির্ধারণ নিয়ে তথ্যের ভিত্তিতে এ দিন জেরা চলতে পারে। এ ছাড়াও কীভাবে পাচারে মদত দেওয়া হত? কে মদত দিতেন, কত টাকা আদায় হত? সেই সব প্রশ্নও করা হতে পারে অনুব্রত মণ্ডলকে। সিবিআই সূত্রে জানা গিয়েছে, এনামুল হকের বয়ানের ভিত্তিতে এবং সায়গলের দেওয়া তথ্য নিয়েও এ দিন জেরা করা হবে।

advertisement

আরও পড়ুন: মধ্যরাতে জেট গতিতে নিজাম প্যালেস ঢুকল সিবিআই কনভয়, হেফাজতে কেমন কাটল কেষ্ট'র প্রথম রাত!

আদালতের নির্দেশ, কোনও ভাবে মানসিক বা শারীরিক নির্যাতন করা যাবে না অনুব্রতকে। প্রয়োজনে আলিপুর কমান্ড হাসপাতালে ভর্তি করতে হবে। সেখানকার এমডি মেডিসিন, এমএস মেডিসিন এবং এমডি কার্ডিওলজি বিশেষজ্ঞ চিকিৎসক দিয়ে মেডিক্যাল বোর্ড গড়ে অনুব্রত চিকিৎসার বন্দোবস্ত করতে হবে। প্রতি ৪৮ ঘন্টায় স্বাস্থ্য পরীক্ষা হবে ধৃত তৃণমূল নেতার।

advertisement

আরও পড়ুন: 'অর্পিতার মতো আমার কোনও বান্ধবী নেই, তবে...' কী বলতে চাইলেন চিরঞ্জিত! তুঙ্গে জল্পনা

সেরা ভিডিও

আরও দেখুন
শান্তিপুরের বামকালীর সেই উত্তাল নাচ! কেন এই বিশেষ নাচ জানেন! দেখুন ভিডিও
আরও দেখুন

এ দিন ভোররাতে জেট গতিতে নিজামপ্যালেসে প্রবেশ করে বিশাল কনভয়। বিধ্বস্ত চেহারায় নিজেই গাড়ি থেকে নেমে নিজাম প্যালেসের লিফটে উঠে যান 'গুড়-বাতাসা' নিদানকারী কেষ্ট। ফলে স্বাভাবিকভাবেই হেফাজতে একরাত কাটিয়ে ফেলেছেন অনুব্রত। সিবিআই সূত্রে খবর, হেফাজতে ইতিমধ্যেই অনুব্রত মণ্ডলকে বিশ্রাম নেওয়ার জন্য ছোট একটি ক্যাম্প খাট দেওয়া হয়েছে। খাবার দেওয়া হচ্ছে চিকিৎসকের দেওয়া ডায়েট চার্ট মেনেই। কারণ অনুব্রত মণ্ডল বিভিন্ন দিক থেকে শারীরিক ভাবে অসুস্থ।

advertisement

বাংলা খবর/ খবর/ক্রাইম/
Anubrata Mondal|| চোখা চোখা প্রশ্নের তালিকা তৈরি, অনুব্রতকে এবার ঘিরে ধরবে সিবিআই! টানটান উত্তেজনা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল