TRENDING:

Birbhum News: ডিভোর্স দিতে রাজি না হওয়ায় গলায় ধারালো অস্ত্রের কোপ, ভয়ঙ্কর কাণ্ড রামপুরহাটে!

Last Updated:

আবারও খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়াল বীরভূমে। এবার এমন ঘটনা ঘটেছে রামপুরহাট থানার অন্তর্গত রামপুরহাট শহরে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#বীরভূম: আবারও খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়াল বীরভূমে। এবার এমন ঘটনা ঘটেছে রামপুরহাট থানার অন্তর্গত রামপুরহাট শহরে। শুক্রবার রাতে এমন ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। ঘটনার পরিপ্রেক্ষিতে তদন্ত শুরু করেছে রামপুরহাট থানার পুলিশ। রামপুরহাট থানার অন্তর্গত রামপুরহাট পৌরসভার তিন নম্বর ওয়ার্ডে এই ঘটনাটি ঘটে।
বীরভূমে খুন
বীরভূমে খুন
advertisement

জানা যাচ্ছে, মল্লারপুরের বাসিন্দা কৃষ্ণ কর্মকারের সঙ্গে বিয়ে হয়েছিল রামপুরহাটের শ্রীফলা এলাকার বাসিন্দা বিশাল মালের বোনের। কিন্তু পরে বেশ কিছু সমস্যার কারণে বিশালের পরিবার কৃষ্ণ কর্মকারের সঙ্গে ডিভোর্স চাইছিল। কিন্তু ডিভোর্স দিতে রাজি হয়নি কৃষ্ণ কর্মকার। ডিভোর্স দিতে রাজি না হওয়ার ঘটনাকে কেন্দ্র করেই অশান্তি আরও জোরদার হয়।

আরও পড়ুন: মনপসন্দ সোনার গয়না না দিতে পারায় বধূকে 'খুন'! ফরাক্কায় ভয়াবহ ঘটনা

advertisement

এরই মধ্যে শুক্রবার রাতে কৃষ্ণ কর্মকার যখন তার মাসির বাড়ি অর্থাৎ নিশ্চিন্তপুরে ঘুমাচ্ছিলেন। সেই সময় বিশাল মাল তার পাঁচ ছয় জন বন্ধুকে সঙ্গে নিয়ে কৃষ্ণ কর্মকারের মাসির বাড়িতে পৌঁছয়। তারপর সেখানে চড়াও হয়ে কৃষ্ণ কর্মকারের গলায় তরোয়ালের কোপ মারেন। ঘটনার পরই লুটিয়ে পড়েন কৃষ্ণ কর্মকার এবং তাকে রামপুরহাট গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে আনা হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। ঘটনার পর অভিযুক্ত বিশাল মালকে গ্রেফতার করেছে রামপুরহাট থানার পুলিশ।

advertisement

আরও পড়ুন: পৌষ অমাবস্যার কালী পুজোয় ভোগ দেওয়া হয় মূলো, বাগনানের জাগ্রত মন্দিরে উপচে পড়ছে ভিড়

কৃষ্ণ কর্মকারের মাসি দাবি করেছেন,  এর আগেও একাধিকবার মারধর করা হয়েছিল। শুক্রবার রাতে কৃষ্ণকে বোঝাবে বলে বাড়িতে আসে। ৫-৬ জন মিলে এসেছিল আর সঙ্গে ছিল বড় একটি তরোয়াল। বোঝানোর নাম করে বাড়িতে ঢুকে গলায় কোপ মারে আর তার পরেই মৃত্যু হয় কৃষ্ণর। কেবলমাত্র বিশালের বোনকে ডিভোর্স না দেওয়ার কারণেই এই ঘটনা ঘটানো হল।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ইউটিউব দেখেই কামাল করছে এই কিশোর, দেখলে আপনিও চোখ সরাতে পারবেন না
আরও দেখুন

মাধব দাস

বাংলা খবর/ খবর/ক্রাইম/
Birbhum News: ডিভোর্স দিতে রাজি না হওয়ায় গলায় ধারালো অস্ত্রের কোপ, ভয়ঙ্কর কাণ্ড রামপুরহাটে!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল