ধৃত যুবকের নাম শেখ আব্দুল সালেম ওরফে রাহুল। বাঁকুড়া জেলার জয়পুর থানার বাননা গ্রামে তার বাড়ি। ওই যুবতীর বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। মাধবডিহি থানার পহলানপুরে ওই যুবকের বাড়ি। ঘটনার জেরে এলাকায় শোরগোল পড়ে গিয়েছে। ওই যুবকের কথা লোকের মুখে মুখে ঘুরছে।
আরও পড়ুন-নিলামে নাইট! আইপিএল ২০২৩-এ কেমন খরচ করা উচিত কেকেআর-এর, রইল বিশেষজ্ঞদের পরামর্শ
advertisement
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বছর দেড়েক আগে ওই যুবতীর সঙ্গে রাহুলের পরিচয় হয়। বেশ কিছুদিন মেলামেশার পর মাস দেড়েক আগে মন্দিরে বিয়ে করে তারা। তারপর থেকে ওই যুবতীর বাড়িতেই থাকা শুরু করেছিল রাহুল। মঙ্গলবার সন্ধ্যায় রাহুলের বাবা ওই যুবতীর বাড়িতে গিয়ে রাহুলের প্রকৃত পরিচয় দেন। এরপরই ওই যুবতী পরিচয় গোপন করে প্রতারণা ও ধর্ষণের অভিযোগ দায়ের করেন।
সেই অভিযোগের ভিত্তিতেই ওই যুবককে গ্রেফতার করে মাধবডিহি থানার পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, রাহুল বেশ কিছুদিন ধরেই বাড়ি যাচ্ছিল না। সে কারণে তার প্রথম পক্ষের স্ত্রী-সহ অন্যান্যরা খোঁজখবর শুরু করেছিল। পরিচিত মারফত তারা খবর পায় রাহুল বিয়ে করে মাধবডিহি থানা এলাকায় এক যুবতীর বাড়িতে রয়েছে। সেই খবর পেয়েই রাহুলের বাবা সেখানে যায়। ওই যুবতীর কাছে রাহুলের আসল পরিচয় তুলে ধরে। রাহুল তা স্বীকার করে নিতে বাধ্য হয়। এরপরেই তার বিরুদ্ধে প্রতারণা ও ধর্ষণের অভিযোগ দায়ের করে ওই যুবতী।
আরও পড়ুন- জেলায় জেলায় নয়, এবার কলকাতাতে হবে প্রাথমিক শিক্ষক নিয়োগের ইন্টারভিউ
ওই যুবতী পুলিশকে জানিয়েছে, রাহুল নিজের পরিচয় গোপন করে তার সঙ্গে সম্পর্ক তৈরি করেছিল। এরপর দেড় মাস আগে স্থানীয় এক মন্দিরে বিয়ে করে তারা। এতদিন তার সঙ্গে থাকলেও সে যে বিবাহিত তা জানায়নি রাহুল। পুলিশ জানিয়েছে,পরিচয় গোপন করে বিয়ে করা, প্রতারণা ও ধর্ষণের অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে।
