IPL auction 2023 KKR: নিলামে নাইট! আইপিএল ২০২৩-এ কেমন খরচ করা উচিত কেকেআর-এর, রইল বিশেষজ্ঞদের পরামর্শ

Last Updated:

IPL auction 2023 KKR: কলকাতা নাইট রাইডার্সের অবশিষ্ট পার্স মাত্র ৭.০৫ কোটির। অর্থাৎ টাকা বেশি নেই। কিন্তু নিলামে গুরুত্বপূর্ণ ক্রিকেটার তুলতে হবে।

নিলামে নাইট! আইপিএল ২০২৩-এ কেমন খরচ করা উচিত কেকেআর-এর, রইল বিশেষজ্ঞদের পরামর্শ
নিলামে নাইট! আইপিএল ২০২৩-এ কেমন খরচ করা উচিত কেকেআর-এর, রইল বিশেষজ্ঞদের পরামর্শ
কলকাতা: শুক্রবার কোচিতে অনুষ্ঠিত হতে চলেছে আইপিএল ২০২৩-এর নিলাম। এখন সেদিকেই তাকিয়ে ক্রিকেটপ্রেমীরা। গত আইপিএল-এ একগুচ্ছ খেলোয়াড়কে ছেড়ে দেওয়ার পর ১০টি দল তাদের স্কোয়াড তৈরি করবে। মিনি নিলামে থাকছে সর্বোচ্চ ৮৭টি স্লট। ৩০ জন বিদেশি খেলোয়াড় লিগে যোগ দিতে পারবেন। কলকাতার ক্রিকেটপ্রেমীদের যাবতীয় আগ্রহ কলকাতা নাইট রাইডার্স-কে নিয়ে। এখানে রইল কলকাতা নাইট রাইডার্সের সম্পূর্ণ স্কোয়াড, অবশিষ্ট পার্স এবং খেলোয়াড়দের স্লটের বিবরণ।
কলকাতা নাইট রাইডার্সের অবশিষ্ট পার্স: ৭.০৫ কোটি টাকা।
মোট স্লট: ১১ জন।
advertisement
বিদেশি স্লট: ৩ জন।
উইকেট কিপার: রহমানুল্লাহ গুরবাজ।
ব্যাটসম্যান: শ্রেয়াস আইয়ার, নীতীশ রানা, রিঙ্কু সিং।
অলরাউন্ডার: ভেঙ্কটেশ আইয়ার, অনুকুল রায়, আন্দ্রে রাসেল, শার্দুল ঠাকুর।
বোলার: লকি ফার্গুসন, হর্ষিত রানা, সুনীল নারিন, টিম সাউদি, বরুণ চক্রবর্তী, উমেশ যাদব।
advertisement
কলকাতা নাইট রাইডার্সের অবশিষ্ট পার্স মাত্র ৭.০৫ কোটির। অর্থাৎ টাকা বেশি নেই। কিন্তু নিলামে গুরুত্বপূর্ণ ক্রিকেটার তুলতে হবে। ক্রিকেট বিশেষজ্ঞরা বলছেন, নিলাম থেকে কেকেআর-এর পক্ষে বড় নাম আনা কঠিন। অবশিষ্ট পার্স কৌশলের সঙ্গে ব্যয় করতে হবে। প্রাক্তন নাইট রবিন উথাপ্পা বলছেন, তিন জন বড় খেলোয়াড় চাই কেকেআর-এর। একজন উইকেট কিপার গুরবাজের ভারতীয় ব্যাকআপ। দ্বিতীয় খেলোয়াড় হবে আন্দ্রে রাসেলের ব্যাকআপ।
advertisement
কেন এমন বলছেন উথাপ্পা?
তাঁর মতে, টিম সাউদি এবং লকি ফার্গুসন, উভয়কেই খেলাতে চাইলে গুরবাজকে বসতে হবে। কারণ সুনীল নারিন এবং আন্দ্রে রাসেলকে রিজার্ভ বেঞ্চে রেখে মাঠে নামতে চাইবে না নাইটরা। উথাপ্পা আরও জানাচ্ছেন, ‘‘আইপিএল-এ প্রচুর ঘুরতে হয়। এক একটা রাজ্যে ঘাঁটি গাড়তে হয়। এই জন্য ব্যাকআপ খেলোয়াড় থাকা গুরুত্বপূর্ণ।’’
advertisement
পুরনো ফরম্যাটে হবে আইপিএল। অর্থাৎ একটা বা দুটো জায়গায় সীমাবদ্ধ থাকবে না প্রতিযোগিতা। কেকেআর এমন একটা দল যারা সবচেয়ে বেশি ভ্রমণ করে। অন্য দলের থেকে অন্তত ২ থেকে ৩ হাজার কিলোমিটার বেশি।
প্রাক্তন ভারতীয় ক্রিকেটার সঞ্জয় মঞ্জেরকর বলছেন, কেকেআর-কে পেসারদের দিকে বাড়তি নজর দিতে হবে। আন্দ্রে রাসেল, শার্দুল ঠাকুরের বিকল্প চাই। তাঁর কথায়, ‘‘কেকেআরের প্লেয়িং ইলেভেনে ভেঙ্কটেশ আইয়ার, গুরবাজ, নীতীশ রানা, শ্রেয়াস আইয়ার, আন্দ্রে রাসেল, ব্যাটিং ঠিক আছে। সুনীল নারিন এবং বরুণ চক্রবর্তী আছেন বোলিংয়ে। কিন্তু আরও গতি চাই। ভাল পেসার চাই। নিলামে কেকেআর নিশ্চয় এদিকে নজর দেবে।’’
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
IPL auction 2023 KKR: নিলামে নাইট! আইপিএল ২০২৩-এ কেমন খরচ করা উচিত কেকেআর-এর, রইল বিশেষজ্ঞদের পরামর্শ
Next Article
advertisement
Lionel Messi Team India Jersey: ভারতীয় ক্রিকেট দলের জার্সি গায়ে মেসি ! এক ফ্রেমে দেখা গেল মেসি, কুলদীপ, রেণুকাদের
ভারতীয় ক্রিকেট দলের জার্সি গায়ে মেসি ! এক ফ্রেমে দেখা গেল মেসি, কুলদীপ, রেণুকাদের
  • ভারতীয় ক্রিকেট দলের জার্সি গায়ে মেসি

  • এক ফ্রেমে দেখা গেল মেসি, কুলদীপ, রেণুকাদের

  • দুর্দান্ত অনুষ্ঠান

VIEW MORE
advertisement
advertisement