ডোমকলের হাসপাতাল মোড় সংলগ্ন জনবসতি এলাকায় মিলল বস্তাবন্দি ভ্রুণ। দুটি বস্তায় প্রায় তিরিশটি মানবভ্রুণ রয়েছে বলে অনুমান স্থানীয়দের। আর সেখান থেকে রীতিমতো দুর্গন্ধ ছড়ায় এলাকায়। তারপরেই ঘটনা জানাজানি হয়।
আরও পড়ুন: দীর্ঘ ছুটির পর খুলে গেল স্কুল, ছুটি হল না গরমের! ঘামতে-ঘামতে স্কুলে পড়ুয়ারা
advertisement
আরও পড়ুন: এক প্রার্থীকে দিয়েই চমকে দিল তৃণমূল, শুধু সিদ্ধান্তের কারণেই প্রশংসা পাচ্ছে শাসক দল!
সেই দুর্গন্ধের জেরে অতিষ্ট স্থানীয় বাসিন্দারা। স্থানীয়দদের অভিযোগ, প্রশাসনকে জানিয়েও কোনও কাজ হয়নি। অবশেষে স্থানীয়রাই উদ্যোগ নিয়ে বস্তার মুখ খুলতেই নজরে আসে মানবভ্রুণ। এলাকার মানুষের অভিযোগ, বেশ কিছু নার্সিংহোম রয়েছে যেখানে বেআইনি ভাবে মানবভ্রুণ হত্যা করা হয়। প্রশাসনের মদতেই এই ঘটনা ঘটছে বলে স্থানীয় মানুষের অভিযোগ। কারা এই ঘটনার সঙ্গে জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা।
রাকিবুল ইসলাম