TRENDING:

Amazon Senior Manager Shot: দিল্লিতে অ্যামাজনের ম্যানেজারকে গুলি করে খুন, পয়েন্ট ব্ল্যাঙ্ক থেকে গুলি চালায় ৫ জন!

Last Updated:

Amazon Senior Manager Shot Dead: হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় ওই ম্যানেজারের। তাঁর মামা আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লি: জনপ্রিয় ই-কমার্স সংস্থা অ্যামাজনের ম্যানেজারকে গুলি করে খুন। গোটা ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর দিল্লিতে। পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার রাতে ম্যানেজার ও তাঁর মামার মাথায় পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করা হয়। একদল দুষ্কৃতী হামলা চালায় বলে অভিযোগ। হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় ওই ম্যানেজারের। তাঁর মামা আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি।
নিহত ম্যানেজার হরপ্রীত গিল
নিহত ম্যানেজার হরপ্রীত গিল
advertisement

মৃতের নাম হরপ্রীত গিল, বয়স ৩৬। পুলিশের দাবি, আচমকা ভজনপুরা এলাকার সুভাষ বিহারের কাছে তাঁদের রাস্তা আটকায় ৫ জন অজ্ঞাতপরিচয় দুষ্কৃতী। এরপরেই হরপ্রীত গিল ও তাঁর মামাকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালাতে থাকে দুষ্কৃতীরা। রক্তাক্ত অবস্থায় তাঁরা মাটিতে লুটিয়ে পড়লে, ঘটনাস্থল থেকে পালিয়ে যায় দুষ্কৃতীরা। খবর পেয়েই পৌঁছয় পুলিশ।

advertisement

আরও পড়ুন: সেদিন গায়ে ধুম জ্বর নিয়েই অনিলের সঙ্গে রোম্যান্সে মেতেছিলেন শ্রীদেবী, বনির না শোনেননি! বলিউড ভুলতে পারবে না

গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকৎসাধীন হরপ্রীত গিলের মামা গোবিন্দ সিং। ডেপুটি পুলিশ কমিশনার জানিয়েছেন, ঠিক কী কারণে এই ঘটনা ঘটেছে তা এখনও স্পস্ট নয়। তাঁরা সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছেন। দুষ্কৃতীদের শনাক্ত ও গ্রেফতার করতে সব ধরনের প্রচেষ্টা চালানো হচ্ছে।

advertisement

আরও পড়ুন: দারুণ খবর! আয়ু বাড়ল চন্দ্রযান ৩-এর, প্রোপালশন মডিউলে বেঁচে গিয়েছে ১৫০ কেজি জ্বালানি

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

পুলিশ জানিয়েছে, অভিযুক্ত পাঁচজনই পলাতক। মঙ্গলবার রাতে হরপ্রীত তাঁর মামা দু-চাকার যানে গোবিন্দ সিংয়ের সঙ্গে ফিরছিলেন। ভজনপুরার কাছে হঠাৎ দুষ্কৃতীরা হামলা চালায়। গুলি লাগে হরপ্রীতের মাথায়। তাঁর বন্ধু গোবিন্দের ডান কানে গুলি লাগে। হাসপাতালে নিয়ে গেলে সেখানেই তাঁর মৃত্যু হয় হরপ্রীতের। এলএনজিপি হাসপাতালে চিকিৎসা চলছে গোবিন্দের।

বাংলা খবর/ খবর/ক্রাইম/
Amazon Senior Manager Shot: দিল্লিতে অ্যামাজনের ম্যানেজারকে গুলি করে খুন, পয়েন্ট ব্ল্যাঙ্ক থেকে গুলি চালায় ৫ জন!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল