মৃতের নাম হরপ্রীত গিল, বয়স ৩৬। পুলিশের দাবি, আচমকা ভজনপুরা এলাকার সুভাষ বিহারের কাছে তাঁদের রাস্তা আটকায় ৫ জন অজ্ঞাতপরিচয় দুষ্কৃতী। এরপরেই হরপ্রীত গিল ও তাঁর মামাকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালাতে থাকে দুষ্কৃতীরা। রক্তাক্ত অবস্থায় তাঁরা মাটিতে লুটিয়ে পড়লে, ঘটনাস্থল থেকে পালিয়ে যায় দুষ্কৃতীরা। খবর পেয়েই পৌঁছয় পুলিশ।
advertisement
গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকৎসাধীন হরপ্রীত গিলের মামা গোবিন্দ সিং। ডেপুটি পুলিশ কমিশনার জানিয়েছেন, ঠিক কী কারণে এই ঘটনা ঘটেছে তা এখনও স্পস্ট নয়। তাঁরা সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছেন। দুষ্কৃতীদের শনাক্ত ও গ্রেফতার করতে সব ধরনের প্রচেষ্টা চালানো হচ্ছে।
আরও পড়ুন: দারুণ খবর! আয়ু বাড়ল চন্দ্রযান ৩-এর, প্রোপালশন মডিউলে বেঁচে গিয়েছে ১৫০ কেজি জ্বালানি
পুলিশ জানিয়েছে, অভিযুক্ত পাঁচজনই পলাতক। মঙ্গলবার রাতে হরপ্রীত তাঁর মামা দু-চাকার যানে গোবিন্দ সিংয়ের সঙ্গে ফিরছিলেন। ভজনপুরার কাছে হঠাৎ দুষ্কৃতীরা হামলা চালায়। গুলি লাগে হরপ্রীতের মাথায়। তাঁর বন্ধু গোবিন্দের ডান কানে গুলি লাগে। হাসপাতালে নিয়ে গেলে সেখানেই তাঁর মৃত্যু হয় হরপ্রীতের। এলএনজিপি হাসপাতালে চিকিৎসা চলছে গোবিন্দের।