আরও পড়ুন : Article 35A : সুপ্রিম নির্দেশে জানুয়ারি পর্যন্ত পিছিয়ে গেল সংবিধানের 35A ধারার শুনানি
এর পরেই আক্রান্ত যুবতীর পরিবার বিয়ের প্রস্তাব দিয়েছিল ৷ অভিযুক্ত যুবকের পরিবার বিভিন্ন কারণ দেখিয়ে ওই যুবতীকে বিয়ে করতে অস্বীকার করেছে । এর পরেই অভিযুক্তের শাস্তি চেয়ে গোপাল নগর থানার দ্বারস্থ হয় আক্রান্ত যুবতী ও তাঁর পরিবার । ধৃতের বিরুদ্ধে বিয়ের মিথ্যা প্রতিশ্রুতি ও ধর্ষণের মামলা রুজু করে ৷
advertisement
আরও পড়ুন : যোগী সরকারের নয়া ফরমান, সংবাদমাধ্যমের WhatsApp নম্বর নথিভুক্তকরণ বাধ্যতামূলক
গোপালনগর থানার পুলিশ ওই যুবককে গ্রেফতার করে বনগাঁ মহাকুমা আদালতে তুলেছে । সম্প্রতি ওই যুবক বিয়ে করতে চাওয়ার ইচ্ছাপ্রকাশ করতেই ৷ আদালতের নির্দেশে তাঁকে জামিন দেওয়া হয়েছে এবং আজ সকাল ১১টা নাগাদ আইনজীবীদের সামনে আদালত চত্তরে ধর্মীয় মতে বিয়ে দেওয়া হয়েছে ২ জনের ৷