যোগী সরকারের নয়া ফরমান, সংবাদমাধ্যমের WhatsApp নম্বর নথিভূক্তকরণ বাধ্যতামূলক

Last Updated:

স্থানীয় খবরের চ্যানেল, খবরের ওয়েবসাইট ও সংবাদপত্রের জন্যও নির্দেশিকা জারি করেছে ললিতপুর জেলা প্রশাসন । নির্দেশ অমান্য করলে তথ্যপ্রযুক্তি আইন অনু্যায়ী হতে পারে জেলও

#লখনউ: সংবাদমাধ্যমের উপর নিয়ন্ত্রণ আনতে এক অভিনব নির্দেশিকা আনল উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ সরকার । ললিতপুর জেলা প্রশাসন এক নয়া ফরমান জারি করেছে যেখানে বলা হয়েছে সাংবাদিকদের দ্বারা চালিত সমস্ত হোয়াটসঅ্যাপ গ্রুপগুলিকে তথ্যমন্ত্রকের সঙ্গে  নথিভূক্ত করতে হবে । স্থানীয় খবরের চ্যানেল, খবরের ওয়েবসাইট ও সংবাদপত্রের জন্যও নির্দেশিকা জারি করেছে ললিতপুর জেলা প্রশাসন । নির্দেশ অমান্য করলে তথ্যপ্রযুক্তি আইন অনু্যায়ী হতে পারে জেলও ।
জেলা প্রশাসক মানবেন্দ্র সিং ও পুলিশ সুপারিনটেন্ডেন্ট ওপি সিং-যুগ্মভাবে এই নির্দেশিকা জারি করেছে । সমস্ত সংবাদমাধ্যমের হোয়াটসঅ্যাপ গ্রুপগুলিকে একটি রেজিস্ট্রেশন ফর্ম জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে । হোয়াটসঅ্যাপ গ্রুপ পরিচালকের নাম, ঠিকানা ও আধার নম্বর সহ ৩১ অগস্টের মধ্যে জমা দিতে হবে ওই ফর্ম । দিতে হবে ছবি ও তাঁর ব্যক্তিগত নম্বরও ।
advertisement
advertisement
কোনওরকম সাম্প্রদায়িক বা রাজনৈতিক বার্তা যার ফলে ব্যাহত হতে পারে সাম্প্রদায়িক সম্প্রীতি-এধরনের কোনও বার্তা যাতে না ছড়ায় সেই দায়িত্বও নিতে হবে পরিচালককে । খতিয়ে দেখা হবে পরিচালকের অপরাধ সংক্রান্ত রেকর্ডও ।
advertisement
সংবাদমাধ্যমের একাংশদের মতে এই নির্দেশিকার ফলে কমতে পারে ভুয়ো সাংবাদিকতার প্রকোপ। কিন্তু আরও এক পক্ষের মতে এই নির্দেশিকা বাক স্বাধীনতা ও মত প্রকাশের অধিকারকে লঙ্ঘন করে । জেলা প্রশাসকের মতে তাঁদের এই সিদ্ধান্তে সম্মতি দিয়েছে স্থানীয় সংবাদমাধ্যমগুলি । ভুয়ো সাংবাদিকদে যে লবি তৈরি হয়েছে যারা প্রতিনিয়ত বিভ্রান্তিকর তথ্য দিয়ে মানুষকে হেনস্থা তাঁদের রুখতেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে ।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
যোগী সরকারের নয়া ফরমান, সংবাদমাধ্যমের WhatsApp নম্বর নথিভূক্তকরণ বাধ্যতামূলক
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement