স্বামীর মৃতদেহ পড়ে থাকতে দেখে পাড়া প্রতিবেশীদের ডেকে আনেন তার স্ত্রী। এরপরেই খোঁজ চলতে থাকে তার একমাত্র নাবালক ছেলের। মোবাইল ফোনে ছেলের সঙ্গে যোগাযোগ করা হলে ছেলে তার মাকে জানিয়ে দেয় তার বাবাকে হত্যা করেছে সে নিজেই।
আরও পড়ুন: সাইকেল চুরির কিনারা করতে গিয়ে এগুলি কী উদ্ধার হল? নবদ্বীপে তোলপাড়
advertisement
রবিবার গভীর রাতে তার বাবাকে কুঠার দিয়ে কুপিয়ে নাবালক ছেলে বাড়ি ছেড়ে পালিয়ে যায়। এরপর স্থানীয় বাসিন্দারা বিষয়টি জানান শামুকতলা থানার পুলিশকে। সোমবার শামুকতলা থানার পুলিশ ঘটনাস্থলে যায়। রায়ডাক চা বাগানের লঙ্কাপাড়া মাস্টার লাইন এলাকা থেকে সন্তোষ এক্কার মৃতদেহ উদ্ধার করে শামুকতলা থানায় নিয়ে আসে।
আরও পড়ুন: সিকিমের তুষারধসে চাপা পড়েছিলেন ৩ বন্ধু, প্রাণে বেঁচে ফিরেও আতঙ্কে কাঁপছেন সুমিত-তথাগত-অরিন্দমরা!
তবে কী কারণে নাবালক ছেলে তার বাবাকে খুন করেছে তা জানা সম্ভব হয়নি। রক্তমাখা কুঠারটি উদ্ধার করে আনে শামুকতলা পুলিশ। মৃতদেহ ময়নাতদন্তের জন্য আলিপুরদুয়ার জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। মৃত সন্তোষ এক্কার স্ত্রী নাবালক ছেলের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন।
অনন্যা দে