কিন্তু তদন্ত করতে গিয়ে এই নয়া প্রতারণার যেন আঁতুড়ঘরের সন্ধান পাওয়া গিয়েছে। উত্তর দিনাজপুরের ইসলামপুর চোপড়াতে এই অপরাধের সঙ্গে জড়িতদের গতিবিধি সামনে এসেছে। এমনকী, ওই এলাকা লাগোয়া বিহারের আড়াড়িয়া থেকে অন্যতম মাস্টার মাইন্ড ছোটু কুমারকে গ্রেফতার করেছে হরিয়ানা পুলিশ।
আরও পড়ুন– রাশিফল ৫ অক্টোবর; দেখে নিন কেমন যাবে আজকের দিন
advertisement
ছোটু এখন হরিয়ানা সংশোধনাগারে বন্দি। যাকে কলকাতা এনে জেরা করার প্রক্রিয়া শুরু করেছে লালবাজার। তবে লালবাজার সূত্রে খবর, এই অপরাধ সংগঠন করার জন্য প্রয়োজনীয় সামগ্রী তৈরি হয়েছে ইসলামপুর পুলিশ ডিস্ট্রিক্টের অন্তর্গত অঞ্চল নামে এক এলাকায়। পুলিশের দাবি, সেখানেই সিলিকন বা রবারের ফিঙ্গার প্রিন্ট তৈরির ফ্যাক্টরির হদিশ পেয়েছে জেলা পুলিশ। তারা স্বতঃপ্রণোদিত মামলা করা দুটি ফ্যাক্টরি ইতিমধ্যে সিল করেছে। তিন জনকে গ্রেফতার করেছে। যারা মূলত ওই সমস্ত ফ্যাক্টরি থেকে ফিঙ্গার প্রিন্ট ও আধার ডিটেলস সরবরাহ করতেন।
এলাকা ধরে ধরে প্রচার চালানোর জন্য এজেন্ট রাখা হয়েছিল বলে পুলিশ সূত্রে খবর। তবে ছোটু কুমারকে জেরা করা প্রয়োজন বলে মনে করছে কলকাতা পুলিশ। কারণ এই নয়া প্রতারণার প্রশিক্ষণ কোথায় হয়েছিল? কী ভাবেই বা হাত পাকিয়েছেন অপরাধের সঙ্গে জড়িতরা? সবটাই জানা প্রয়োজন বলে মনে করছে লালবাজার। ইতিমধ্যে লালবাজারের হাতে ধরা পড়েছেন পাঁচজন। তাদের নিজেদের হেফাজতে নিয়ে চলছে জেরা। জানার চেষ্টা চলছে তাদের বাকিদের খোঁজ খবর।