গতকাল সন্ধে সাড়ে সাতটা নাগাদ কালনার সিমলন পশ্চিম পাড়ার এক বাড়িতে বাবা গিয়েছিল কাজে, মা গিয়েছিল পুকুরে বাসন মাজতে। মা বাড়িতে ঢুকতেই দেখেন, প্রতিবেশী মন্টু সেন তাড়াহুড়ো করে বাড়ি থেকে বেরিয়ে পালিয়ে যাচ্ছে। এরপর ভিতরে ঘরে গিয়ে দেখে মেয়ে কান্নাকাটি করছে এবং সমস্ত ঘটনা মাকে জানায়।
আরও পড়ুন: রসুন চাষ করে হয়ে উঠুন লাখপতি! জেনে নিন পদ্ধতি
advertisement
আরও পড়ুন: সামান্য ঘাস বিক্রি করেই লাখপতি হচ্ছেন চাষীরা, কীভাবে চলছে ব্যবসা? জানুন
তড়িঘড়ি কালনা মহকুমা হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করা হয় নাবালিকাকে।এরপর আর সকালে ডাক্তারি রিপোর্টে বলা হয় নাবালিকাকে ধর্ষণ করা হয়েছে।ধর্ষণের অভিযোগ দায়ের করা হয়েছে কালনা থানায়।প্রতিবেশী অভিযুক্ত মন্টু সেন এই ঘটনার পর থেকেই পলাতক।স্বাভাবিকভাবেই এই ঘটনার পর সিমলন এলাকাজুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে।
advertisement
Location :
Kolkata,West Bengal
First Published :
February 25, 2023 1:08 PM IST






