TRENDING:

East Medinipur News|| নাবালিকাকে জোরপূর্বক রাস্তা থেকে তুলে গিয়েছিল, কাঁথিতে ধর্ষণের অভিযোগে ধৃত ৩

Last Updated:

কাঁথি শহর থেকে এক নাবালিকাকে জোরপূর্বক রাস্তা থেকে তুলে গিয়ে ধর্ষণ করার অভিযোগ উঠল এক যুবক ও তার দুই বন্ধুর বিরুদ্ধে। ধর্ষিতা নাবালিকার মায়ের অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত ও তার দুই বন্ধুকে গ্রেফতার করল কাঁথি থানার পুলিশ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কাঁথি: কাঁথি থেকে এক নাবালিকাকে জোরপূর্বক রাস্তা থেকে তুলে গিয়ে ধর্ষণ করার অভিযোগ উঠল এক যুবক ও দুই বন্ধুর বিরুদ্ধে। ধর্ষিতা নাবালিকার মায়ের অভিযোগের ভিত্তিতে দ্রুততার সঙ্গে অভিযুক্ত ও তার দুই বন্ধুকে গ্রেফতার করল কাঁথি থানার পুলিশ। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার খোদ কাঁথি শহরে ক্যানেলপাড় এলাকায়। ধৃতরা হল কাঁথির থানার আঠিলাগড়ি এলাকায় শম্ভু পাইকার, দুই বন্ধু সমুদ্রপুর গ্রামের রাহুল বর ও আঠিলাগড়ি এলাকার বাসুদেব রানা।
কাঁথিতে ধর্ষণ করার অভিযোগ উঠল এক যুবক ও দুই বন্ধুর বিরুদ্ধে।
কাঁথিতে ধর্ষণ করার অভিযোগ উঠল এক যুবক ও দুই বন্ধুর বিরুদ্ধে।
advertisement

শনিবার অভিযুক্তদের কাঁথি মহকুমা আদালতে তোলা হয়। বিচারক তাদের জামিন নাকচ করে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। সূত্রের খবর, শুক্রবার ভর সন্ধ্যায় কাঁথি শহরের এক নাবালিকাকে জোরপূর্বক সাইকেলে করে তুলে নিয়ে যায় তিন যুবক বলে অভিযোগ।

আরও পড়ুনঃ প্রাতঃভ্রমণে বেরিয়ে বাইসনের শিকার মহিলা, কালচিনিতে শোরগোল!

এরপর কাঁথি শহরে ক্যানেলপাড় জঙ্গল সংলগ্ন এলাকায় ওই নাবালিকাকে নিয়ে গিয়ে ধর্ষণ করে অভিযুক্ত শম্ভু পাইকার বলে অভিযোগ। পুরো সহযোগিতা করে ও ধর্ষণের ভিডিওগ্রাফি করে রাখে দুই বন্ধু বলে অভিযোগ। এরপর নাবালিকা বাড়ি ফিরে অসুস্থ হয়ে পড়ে। পরে মাকে সব কথা জানায়। এরপর নাবালিকার মা রাতেই কাঁথি থানায় এসে হাজির হয়। রাতেই কাঁথি থানায় তিন অভিযুক্তের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

পঙ্কজ দাশরথী

বাংলা খবর/ খবর/ক্রাইম/
East Medinipur News|| নাবালিকাকে জোরপূর্বক রাস্তা থেকে তুলে গিয়েছিল, কাঁথিতে ধর্ষণের অভিযোগে ধৃত ৩
Open in App
হোম
খবর
ফটো
লোকাল