শনিবার অভিযুক্তদের কাঁথি মহকুমা আদালতে তোলা হয়। বিচারক তাদের জামিন নাকচ করে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। সূত্রের খবর, শুক্রবার ভর সন্ধ্যায় কাঁথি শহরের এক নাবালিকাকে জোরপূর্বক সাইকেলে করে তুলে নিয়ে যায় তিন যুবক বলে অভিযোগ।
আরও পড়ুনঃ প্রাতঃভ্রমণে বেরিয়ে বাইসনের শিকার মহিলা, কালচিনিতে শোরগোল!
এরপর কাঁথি শহরে ক্যানেলপাড় জঙ্গল সংলগ্ন এলাকায় ওই নাবালিকাকে নিয়ে গিয়ে ধর্ষণ করে অভিযুক্ত শম্ভু পাইকার বলে অভিযোগ। পুরো সহযোগিতা করে ও ধর্ষণের ভিডিওগ্রাফি করে রাখে দুই বন্ধু বলে অভিযোগ। এরপর নাবালিকা বাড়ি ফিরে অসুস্থ হয়ে পড়ে। পরে মাকে সব কথা জানায়। এরপর নাবালিকার মা রাতেই কাঁথি থানায় এসে হাজির হয়। রাতেই কাঁথি থানায় তিন অভিযুক্তের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন।
advertisement
পঙ্কজ দাশরথী
Location :
Kolkata,West Bengal
First Published :
March 12, 2023 5:55 PM IST