নাবালিকার বাড়ির সদস্যদের লিখিত অভিযোগ পেয়েই তৎপর হয় তাহেরপুর থানার পুলিশ। এরপরেই নাবালিকার খোঁজে তদন্তে নামে পুলিশ। তদন্তে নেমে পুলিশ জানতে পারে তাহেরপুর এলাকার বারাসাতে রয়েছে ওই নাবালিকা। এরপরই পুলিশ অভিযান চালিয়ে ওই নাবালিকাকে উদ্ধার করে। পাশাপাশি লিখিত অভিযোগের ভিত্তিতে রবিবার ওই যুবককে গ্রেফতার করে তাহেরপুর থানার পুলিশ। ধৃত যুবককে সোমবার রানাঘাট আদালতে পেশ করা হয়। নাবালিকাকে পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে। গোটা ঘটনার তদন্ত নেমেছে তাহেরপুর থানার পুলিশ।
advertisement
আরও পড়ুনঃ দোল পূর্ণিমার দু'সপ্তাহ আগেই ইসকনে শুরু দোলযাত্রা উৎসব
প্রসঙ্গত, নাবালিকা অপহরণ ও নিরুদ্দেশের ঘটনা প্রায়শই শোনা যাচ্ছে। মনোবিদেরা মনে করছেন এর অন্যতম কারণ অভিভাবকদের সঠিক পর্যবেক্ষণের অভাব। অভিভাবকেরা নিজেদের কর্মব্যস্ততার জন্য তাঁদের সন্তানদের অনেক সময় সঠিকভাবে খেয়াল রাখতে পারেন না। সেই কারণে অনেক সময় বিপথে চলে যায় তারা। সন্তানদের সঠিকভাবে খেয়াল রাখার পরামর্শ দিচ্ছেন মনোবিদেরা।
Mainak Debnath






