অন্যদিকে, ব্লক প্রশাসনের এই নিয়ে কোনও মাথাব্যথা নেই বললেই চলে। গভীর রাতে বিদেশ থেকে শ্রমিকরা নেমে সোজা গ্রামে চলে যাচ্ছেন কোনোও পরীক্ষা ছাড়াই। প্রশ্ন উঠছে, অসচেতনতা ফলেই করোনা ছড়িয়ে পড়লে এলাকায় ! পরীক্ষা না করিয়ে কেন গ্রামে ঢুকছে ভিন রাজ্য ফেরতরা? যেকোনও সময় ঘটে যেতে পারে অঘটন। হাসান মন্ডল বলেন, কেরলের রাজমিস্ত্রির শ্রমিকের কাজ করতাম। করোনা আতঙ্কের জন্য বাড়ি ফিরে আসছি। কোথাও শারীরিক পরীক্ষা হয়নি। একই কথা বলেন নিত্য কুমার মন্ডল। বলেন, আমরা সাঁতরাগাছি স্টেশনে নেমে চলে এসেছি। তবে প্রশাসনের লোক যদি বলে তাহলে আমরা শারীরিক পরীক্ষা করিয়ে নেব । স্থানীয় টোটো চালক রমজান শেখ বলেন, প্রতিদিন রাতে ভিন রাজ্য থেকে শ্রমিকরা বাড়ি ফিরে আসছে। আমরা আতঙ্কিত। যদিও মুখ্য স্বাস্থ্য আধিকারিক প্রশান্ত বিশ্বাস বলেন, শ্রমিকরা বাড়ি ফিরে আসছেন তাদের বাড়ি বাড়ি গিয়ে খবর নিচ্ছেন আশা কর্মীরা। স্বাস্থ্য কর্মীরা তাদের ওপর নজর রাখছেন। আতঙ্কিত হওয়ার কিছু নাই।
advertisement
PRANAB KUMAR BANERJEE