উত্তর দিনাজপুর জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গেছে, ইসলামপুর ট্রাক টার্মিনাস, ডালখোলা স্বাস্থ্য ভবন, বিন্দোল হাইমাদ্রাসায় ৩০বেডের কোয়ার্যান্টাইন পরিষেবা চালু হবে। কালিয়াগঞ্জ কৃষক বাজারে ৩০টি কোয়ারান্টাইন বেড পরিষেবা চালু করেছে স্বাস্থ্য দফতর৷ কালিয়াগঞ্জ ষ্টেট জেনারেল হাসপাতাল সুপার জানিয়েছেন, করোনা ভাইরাস অথবা কোভিড যাতে ছড়িয়ে না পড়ে, তারজন্য বিশেষ ভাবে চিহ্নিত মানুষদের অন্যদের থেকে বিচ্ছিন্ন করে আলাদাভাবে নজরদারিতে রাখার ব্যবস্থাকেই বলা হয় কোয়ারান্টাইন। যাদের মধ্যে এই রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি, যাদের এক কথায় কন্ট্যাক্ট বলা হয়, তারা এর আওতায় আসবেন।কালিয়াগঞ্জ যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক পরিমল দাস জানিয়েছেন,কোয়ারান্টাইনের কাজ আজকের মধ্যেই শেষ হবে।আগামীকাল থেকে সেখানে রোগী ভর্ত্তি করা সম্ভব হবে।কালিয়াগঞ্জ ষ্টেট জেনারেল হাসপাতাল সুপার জানিয়েছেন,রায়গঞ্জ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে বিশেষ আইসোলেশন ওয়ার্ড তৈরী করা।এখানে যেসমস্ত রোগীর অবস্থা একটু খারাপ থাকবে তাদের রায়গঞ্জে স্থানান্তর করা হবে।সেখানে রোগীর নিরিক্ষার পর অবস্থা বুঝে চিকিৎসকরা রোগীদের কলকাতায় স্থানান্তর করা হবে বলে সুপার জানিয়েছেন
advertisement
UTTAM PAUL