ইউরোপ অঞ্চলের ৮টি দেশ নয়া কোভিড-১৯এর VOC-202012/01.স্ট্রেনটিকে শনাক্ত করা হয়েছে। এই পরিস্থিতিতে সোশ্যাল ডিস্ট্যান্স, মাস্ক ইত্যাদি বিধিনিষেধ মেনে চলতে হবে আরও দেশি করে। হু পরিস্থিতির ওপর নজর রাখছে ও তারা আপডেট দিতে থাকবে৷ ট্যুইট করে জানিয়েছেন হান্স ক্লুজ।
গত সপ্তাহে করোনাভাইরাসের নতুন স্ট্রেনটি সন্ধান পাওয়া যায় ব্রিটেনে।
বিশেষজ্ঞদের মতে এই ধরণের সংক্রমণ অন্যান্য SARS COV-2 প্রকারভেদগুলির তুলনায় বেশি ছড়ায়। নতুন স্ট্রেনের আবির্ভাবের পর বিভিন্ন দেশ নয়া পর্যটনের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
advertisement
১১ই মার্চ হু নোভেল করোনাভাইরাস সংক্রমণকে বিশ্ব মহামারী বলে ঘোষণা করেছিল। জন হপকিন্স বিশ্ববিদ্যালয় জানিয়েছে বিশ্বজুড়ে ৭৯,৭১২,০১০টি সংক্রমণ ঘটেছে, মোট মৃত্যুর সংখ্যা ১,৭৪৭,৭৯০। সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ হলো আমেরিকা, তারপরেই রয়েছে ভারত ও ব্রাজিল।
প্রসঙ্গত, নয়া রূপের করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে ব্রিটেন থেকে ভারতে আসার সমস্ত বিমান বাতিল করল কেন্দ্র৷ অসামরিক পরিবহণ মন্ত্রী হরদীপ সিং পুরী জানিয়েছেন, ২২ ডিসেম্বর থেকে আপাতত ৩১ ডিসেম্বর পর্যন্ত ব্রিটেন থেকে ভারতে আসার সমস্ত বিমান বাতিল করা হল ৷ সংক্রমণ রুখতেই এই সিদ্ধান্ত কেন্দ্র আগেই জানিয়েছিল এই নয়া রূপের করোনা ভাইরাস নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই ৷ তবুও নতুন করে কোনও ঝুঁকি নিতে নারাজ ভারত সরকার ৷