শুভজিৎও বেশ পরিচিত মুখ ৷ অভিনয় সূত্রেই প্রিয়ম অভিজিতের পরিচয় হয়েছিল ৷ ভাললাগার বন্ধুত্ব সময়ের চাহিদায় ভালবাসায় পরিণত হয়েছে ৷ ফল সরূপ বেশ সুখেই ঘর করছেন প্রিয়ম ও শুভজিৎ ৷ করোনা ভাইরাসের সংক্রমণের কারণে ঠিক যতটুকু না করলে নয়, সামান্য টুকুই জামাইষষ্ঠীতে আয়োজন করেছিলেন প্রিয়মের মা ৷
নিজের হাতে বিরিয়ানি রান্না করেছেন জামাইয়ের জন্য ৷ এর বাইরে বেশি কিছু আয়োজন বা আনন্দ উল্লাস করাটা এই মুহূর্তে বিলাসিতা বলেই মনে করেছেন প্রিয়ম ৷ তাই সাদামাটা জামাইষষ্ঠী দিয়েই তিথি পালন হল শুভজিতের জন্য ৷
advertisement
Location :
First Published :
May 29, 2020 12:02 AM IST
বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
শাশুড়ি মায়ের হাতের বিরিয়ানিতেই খুশি অভিনেতা শুভজিৎ, জামাইকে পাশে বসিয়ে খাওয়ালেন প্রিয়মের মা