কী ভাবে চলবে তালি, তার জন্য আজ অর্থাত্ শনিবার নয়ডা, গাজিয়াবাদ, গুরগাঁওয়ে বিভিন্ন আবাসনে ব্যালকনিতে দাঁড়িয়ে তালি দেওয়ার রিহার্সাল দিলেন সবাই মিলে৷ কয়েক হাজার পরিবার তালি দিলেন৷ এখানেই শেষ নয়, কেউ কেউ শাঁখ বাজালেন৷ কেউ আবার জোরে জোরে গায়ত্রী মন্ত্র জপ করলে করোনাভাইরাস তাড়াতে৷
করোনা ভাইরাসে এখনও পর্যন্ত ভারতে আক্রান্তের সংখ্যা বেড়ে হয়ে গিয়েছে ৩১৫৷ মহারাষ্ট্রের অবস্থা সবচেয়ে খারাপ৷
advertisement
Location :
First Published :
March 21, 2020 11:42 PM IST
বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
Janata Curfew| জনতা কারফিউ! তালি বাজানোর রিহার্সাল চলল আবাসনগুলিতে, দেখুন ভিডিও