যেমন প্রিন্স চার্লসের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সেই ভিডিওতে দেখা যাচ্ছে প্রিন্স চার্লস তাঁর অভ্যাগতদের সঙ্গে হাতে হাত মিলিয়ে গ্রিট করার বদলে হাত জোর করে নমস্কার করছেন। এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট হতেই হইচই শুরু হয়। প্রিন্সের বয়স ৭১ বছর। লন্ডনে 'ইয়ারলি প্রিন্স ট্রাস্ট অ্যাওয়ার্ডে' গিয়ে প্রিন্স সকলকে হাত তুলে নমস্কার করে সম্মান জানান। একদম ভারতীয়দের মতো করেই নমস্কার করেন তিনি।
advertisement
পারভিন কাসোওয়ান একজন ভারতীয় ফরেস্ট অফিসার এই ভিডিও তাঁর ট্যুইটার অ্যাকাউন্টে শেয়ার করে লেখেন, " আমরা ভারতীয়রা অনেক আগেই বিশ্বকে বলেছিলাম কিভাবে মানুষকে সম্মান জানাতে হয়। আজ যদিও সারা বিশ্বই নমস্কারের পথেই হাঁটছে।" এই ভিডিও মুহূর্তে ভাইরাল হয়। যদিও করোনা ভাইরাস আতঙ্কের জন্যই এই পদ্ধতি বাছতে হয়েছে প্রিন্স চালর্সকে।
Location :
First Published :
March 13, 2020 7:41 PM IST
বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
করোনা আতঙ্ক রাজ পরিবারেও ! হাত না মিলিয়ে নমস্কার প্রিন্স চার্লসের ! ভাইরাল ভিডিও