TRENDING:

Coronavirus: শুধু আন্তর্জাতিক বিমানই নয়, দেশের মধ্যে সব উড়ান বন্ধের সিদ্ধান্ত কেন্দ্রের

Last Updated:

এবার অন্তর্দেশীয় (ডোমেস্টিক) উড়ানগুলিও বন্ধ করার সিদ্ধান্ত নিল কেন্দ্র ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: গতকাল ২২ মার্চ থেকেই ভারতে আন্তর্জাতিক উড়ান বন্ধ হয়েছে ৷ ২২ মার্চ, রবিবার থেকে শুরু করে এক সপ্তাহ দেশে বন্ধ সব আন্তর্জাতিক বিমান পরিষেবা ৷ শুধু বিমানই নয়, রেল যাত্রাতেও নিষেধাজ্ঞা জারি করেছে কেন্দ্র ৷ মালগাড়ি বাদে সব ট্রেন চলাচলই এখন বন্ধ গোটা দেশজুড়েই ৷ এবার অন্তর্দেশীয় (ডোমেস্টিক) উড়ানগুলিও বন্ধ করার সিদ্ধান্ত নিল কেন্দ্র ৷ ২৪ মার্চ 23.59 hours পর থেকে দেশের মধ্যেও বিমান চলাচল সম্পূর্ণ বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ অর্থাৎ মঙ্গলবার মধ্যরাতের পর থেকেই বন্ধ দেশের মধ্যে সব ধরণের যাত্রী বিমান পরিষেবা ৷ সেভাবেই প্রত্যেক উড়ান সংস্থা নিজেদের মতো করে ফ্লাইটের সময় নির্ধারণ করবে ৷ তবে কার্গো ফ্লাইটগুলির পরিষেবা বন্ধ করা হচ্ছে না ৷
advertisement

advertisement

১০ বছরের নীচে শিশুদের বাড়িতে থাকার পরামর্শ ৷ অন্যদিকে ৬৫ ঊর্ধ্ব প্রবীণদেরও বাড়িতে থাকার পরামর্শ দেওয়া হয়েছে ৷

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

বিদেশ থেকে আসা বা সংস্পর্শে আসা ব্যক্তিরাই এখনও পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন। ভারতে করোনাভাইরাস এখন তৃতীয় ধাপে। এই ধাপেই ভাইরাস সাধারণের মধ্যে আরও বেশি পরিমাণে ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা। সে কারণে ইতিমধ্যেই ভারতে বন্ধ করে দেওয়া হয়েছে আন্তর্জাতিক উড়ান। এবার ডোমেস্টিক বিমান পরিষেবাও বন্ধের সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রক ৷

advertisement

বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
Coronavirus: শুধু আন্তর্জাতিক বিমানই নয়, দেশের মধ্যে সব উড়ান বন্ধের সিদ্ধান্ত কেন্দ্রের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল