হাসপাতালের বেডে শুয়ে আছেন ডাক্তার উসামা রিয়াজ মুখে সাদা মুখোশ ৷ করোনা ভাইরাস আক্রান্ত রোগির চিকিৎসা করতে গিয়ে নিজের শরীরেই নিয়ে ফেলেন এই মারণ ভাইরাস ৷ শারীরিক অবস্থার অবণতি হতেই থাকে৷ শুরু চিকিৎসকের চিকিৎসা ৷ তবে ডাক্তার উসামা নিজেই বুঝে গিয়েছিলেন তাঁর সময় শেষ ৷ আর এই শেষ সময়েও নিজের দায়িত্ব ভুললেন না তিনি ৷ তাই তো মৃত্যুর কয়েকঘণ্টা আগেই ফোনেই তুললেন ভিডিও ৷ গোটা দেশের কাছে, গোটা বিশ্বের কাছে রেখে গেলেন তাঁর সতর্কবাণী ৷ তিনি শুধু বার বার বলেই গেলেন...‘এই ভাইরাস নিয়ে একেবারেই রসিকতা নয় ৷ এই ভাইরাস ভয়ঙ্কর ৷ মারণ ৷ সাবধানে থাকুন, সচেতন থাকুন ৷ এই ভাইরাসের সঙ্গে লড়তে হবেই ৷ দেশকে বাঁচাতে, বিশ্বকে বাঁচাতে সবাইকে একজোট হতেই হবে ৷ আমার পরিবার, আপনার পরিবার সবাইকে এই ভাইরাস থেকে রক্ষা করতে হবে....’
advertisement
ট্যুইটার থেকে থেকে পাওয়া তথ্য অনুযায়ী, ইনি পাকিস্তানের নাগরিক ও লাহোরের এক নার্সিং হোমের চিকিৎসক ছিলেন ৷
দেখুন ডাক্তার উসামার শেষ ভিডিও---
দেখুন আরও একটি ট্যুইট--