মমতা এদিন বললেন, ‘সাংসদ তহবিলের টাকাও কেন্দ্র বন্ধ করে দিয়েছে। রাজ্যের কাছে অনেকরকম বকেয়া রয়েছে কেন্দ্রের। সবটাকাই কেন্দ্রীয় সরকার আটকে রেখেছে। এভাবে টাকা আটকে রাখলে কোনও কাজ করা সম্ভব নাকি? রাজ্যের পাওনা অর্থ রাজ্যকে দিক কেন্দ্র। আমার মনে হয় এখন রাজ্যের জনও এক ধরনের মোরাটোরিযাম চালু করা উচিত।’
এদিন মুখ্যমন্ত্রী বারবার কেন্দ্রীয় সরকারের কার্যকলাপ নিয়ে সরব হয়েছেন। কেন্দ্র একেকবার একেকরকম নির্দেশ দিচ্ছে বলেও অভিযোগ করেছেন তিনি। বলেছেন, একবার কেন্দ্র বলছে কড়া হাতে লকডাউন চালাতে। আবার বলছে কোনও কোনও বিষয়ে ছাড় দিতে। এভাবে কখন কী চাইছে কেন্দ্র, সেটা স্পষ্ট করে বোঝার কোনও উপায় থাকছে না। তবে লকডাউনের যাবতীয় ঘোষণার কথা কেন্দ্রের হাতেই রেখেছেন মমতা। বলেছেন, কেন্দ্রীয় সরকার যদি লকডাউন ঘোষণা করে করবে! সেটা কেন্দ্রের সিদ্ধান্তের দিকে আমরা তাকিয়ে থাকব। দু’একদিনের মধ্যেই ছবিটা স্পষ্ট হবে।
advertisement