TRENDING:

করোনার সঙ্গে ডেঙ্গিতে আক্রান্ত দিল্লির উপমুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়া, কমছে প্লেটলেটও

Last Updated:

গত ১৪ সেপ্টেম্বর মনীশ সিসোদিয়ার করোনা ধরা পড়েছিল৷ জ্বর এবং শ্বাসকষ্টজনিত সমস্যা হওয়ায় গত বুধবার তাঁকে দিল্লির লোক নায়ক জয়প্রকাশ রাজ নারায়ণ হাসপাতালে ভর্তি করা হয়েছিল৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: করোনার সঙ্গে ডেঙ্গিতেও আক্রান্ত দিল্লির উপমুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়া৷ তাঁর ব্লাড প্লেটলেট কাউন্টও কমতে শুরু করেছে৷ অন্যদিকে করোনার ধাক্কা সামলে উঠলেও শরীরে অক্সিজেনের মাত্রা কমে যাওয়ায় ফের হাসপাতালে ভর্তি করতে হয়েছে অসমের প্রাক্তন মুখ্যমন্ত্রী তরুণ গগৈকে৷ তাঁকে আইসিইউ-তে রাখতে হয়েছে৷
advertisement

গত ১৪ সেপ্টেম্বর মনীশ সিসোদিয়ার করোনা ধরা পড়েছিল৷ জ্বর এবং শ্বাসকষ্টজনিত সমস্যা হওয়ায় গত বুধবার তাঁকে দিল্লির লোক নায়ক জয়প্রকাশ রাজ নারায়ণ হাসপাতালে ভর্তি করা হয়েছিল৷ কিন্তু তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ার পর দিল্লির উপমুখ্যমন্ত্রীকে বেসরকারি ম্যাক্স হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে৷ মনীশ সিসোদিয়ার অফিস থেকে দেওয়া বিবৃতিতেই বৃহস্পতিবার এ কথা জানানো হয়েছে৷ যদিও বৃহস্পতিবার দুপুরেও তাঁর অবস্থা স্থিতিশীল ছিল৷ তাঁকে আইসিইউ থেকে বের করেও আনা হয়৷

advertisement

অন্যদিকে অসমের প্রাক্তন মুখ্যমন্ত্রী তরুণ গগৈকে বৃহস্পতিবার ফের একবার গুয়াহাটি মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিইউ-তে ভর্তি করতে হয়েছে৷ গত মাসে করোনা ভাইরাস সংক্রমণে আক্রান্ত হন তিনি৷ কিন্তু বৃহস্পতিবার তাঁর শরীরে ফের অক্সিজেনের মাত্রা কমে যায়৷ তাই আবারও তাঁকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে৷

বৃহস্পতিবার সকালে তরুণ গগৈয়ের শরীরে অক্সিজেনের মাত্রা্ কমে ৮২ হয়ে যায়৷ যদিও বিকেলের মধ্যে ফের তা বেড়ে ৯২-৯৩ তে পৌঁছে যায় বলে তরুণ গগৈয়ের পরিবার এবং চিকিৎসকদের সূত্রে দাবি হয়েছে৷ প্রাক্তন মুখ্যমন্ত্রীর ছেলে সাংসদ গৌরব গগৈ জানিয়েছেন, প্রাক্তন মুখ্যমন্ত্রীর শারীরিক অবস্থা এখন স্থিতিশীল রয়েছে৷ সতর্কতামূলক ব্যবস্থা হিসেবেই তাঁকে আইসিইউ-তে রাখতে হয়েছে৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
হুইল চেয়ারে ভর করেই উচ্চমাধ্যমিকে নজিরবিহীন রেজাল্ট, বিশ বছরের সফল শিক্ষিকা স্বরূপা
আরও দেখুন

৮৫ বছর বয়সি তরুণ গগৈয়ের গত ২৬ অগাস্ট করোনা সংক্রমণ ধরা পড়েছিল৷ গত ১ সেপ্টেম্বর তাঁকে প্লাজমা দেওয়া হয়৷ এর পর সুস্থ হয়ে উঠেছিলেন তিনি৷ রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী হেমন্ত বিশ্বশর্মা জানিয়েছেন, তরুণ গগৈয়ের শারীরিক পরিস্থিতি নিয়ে দিল্লির এইমস-এর চিকিৎসকদের সঙ্গে ভিডিও কনফারেন্সে আলোচনা করবেন গুয়াহাটি মেডিক্যাল কলেজের চিকিৎসকরা৷

বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
করোনার সঙ্গে ডেঙ্গিতে আক্রান্ত দিল্লির উপমুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়া, কমছে প্লেটলেটও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল