এই গৃহবন্দী অবস্থাতে যাওয়ার আগে টম ববার নামের এক লাইবেরিয়ান যা করলেন, তা সত্যিই মনে রাখার মতো ঘটনা। যুদ্ধকালীন পরিস্থিতি সামনে এসে পড়লে যেভাবে খাবার থেকে শুরু করে সব কিছু মানুষকে দিয়ে সাহায্যের হাত বাড়ানো হয়। ঠিক সেভাবেই টম তাঁর স্কুলের বাচ্চারা ছুটিতে যাওয়ার আগে দিলেন আনন্দের খবর। করোনা ভাইরাসের জন্য সকল ছাত্রকে পাঠানো হল হোম কোয়ারেন্টাইনে। কিন্তু এই সময় বাচ্চাদের মন যাতে ভাল থাকে সেই জন্য স্কুলের লাইবেরিয়ান খুলে দিলেন লাইবেরি। বাচ্চাদের যতো খুশি বই ইচ্ছে মতো বাড়ি নিয়ে যেতে বললেন। এই সময়টা তারা যাতে নিজেদের পছন্দের বই নিয়ে ভাল থাকতে পারে সেই জন্যই এমনটা করলেন টম। সোশ্যাল মিডিয়ায় এই পোস্ট শেয়ার হতেই টমকে নিয়ে প্রশংসা শুরু হয়।
advertisement
Location :
First Published :
March 18, 2020 5:17 PM IST
বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
করোনার জন্য স্কুল বন্ধ! লাইব্রেরি থেকে যত খুশি বই নিয়ে যাওয়ার অনুমতি দিলেন লাইব্রেরিয়ান