TRENDING:

করোনার জন্য স্কুল বন্ধ! লাইব্রেরি থেকে যত খুশি বই নিয়ে যাওয়ার অনুমতি দিলেন লাইব্রেরিয়ান

Last Updated:

এই গৃহবন্দী অবস্থাতে যাওয়ার আগে টম ববার নামের এক লাইবেরিয়ান যা করলেন, তা সত্যিই মনে রাখার মতো ঘটনা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#আমেরিকা: সারা বিশ্ব এখন ভুগছে করোনা ভাইরাসের আতঙ্কে। চিনের ছোট্ট শহর থেকে যেভাবে দ্রত গতিতে বিশ্বকে ভয় দেখাচ্ছে এই ভাইরাস তাতে আতঙ্কিত হওয়ারই কথা। সব দেশ নিজের নিজের মতো করে সতর্কতা অবলম্বন করছে যাতে এই ভাইরাস ছড়ানো থেকে আটকানো যায়। আর ভাইরাস ছড়ানো আটকাতে হলে সবচেয়ে আগে করা দরকার কোয়ারেন্টাইন। সব দেশই মোটামোটি মানুষজনকে হোম কোয়ারেন্টাইনে পাঠিয়েছে। তবে গৃহবন্দী জীবন যে সুখের নয়। সেই জীবনকে সামান্য হলেও রঙিন করতে অনেকেই অনেক কিছু করছেন। বন্ধ হয়ে গেছে স্কুল কলেজ। বাচ্চা থেকে বুড়ো সকলেই গৃহবন্দী।
advertisement

এই গৃহবন্দী অবস্থাতে যাওয়ার আগে টম ববার নামের এক লাইবেরিয়ান যা করলেন, তা সত্যিই মনে রাখার মতো ঘটনা। যুদ্ধকালীন পরিস্থিতি সামনে এসে পড়লে যেভাবে খাবার থেকে শুরু করে সব কিছু মানুষকে দিয়ে সাহায্যের হাত বাড়ানো হয়। ঠিক সেভাবেই টম তাঁর স্কুলের বাচ্চারা ছুটিতে যাওয়ার আগে দিলেন আনন্দের খবর। করোনা ভাইরাসের জন্য সকল ছাত্রকে পাঠানো হল হোম কোয়ারেন্টাইনে। কিন্তু এই সময় বাচ্চাদের মন যাতে ভাল থাকে সেই জন্য স্কুলের লাইবেরিয়ান খুলে দিলেন লাইবেরি। বাচ্চাদের যতো খুশি বই ইচ্ছে মতো বাড়ি নিয়ে যেতে বললেন। এই সময়টা তারা যাতে নিজেদের পছন্দের বই নিয়ে ভাল থাকতে পারে সেই জন্যই এমনটা করলেন টম। সোশ্যাল মিডিয়ায় এই পোস্ট শেয়ার হতেই টমকে নিয়ে প্রশংসা শুরু হয়।

advertisement

বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
করোনার জন্য স্কুল বন্ধ! লাইব্রেরি থেকে যত খুশি বই নিয়ে যাওয়ার অনুমতি দিলেন লাইব্রেরিয়ান
Open in App
হোম
খবর
ফটো
লোকাল