আগামী ৫ এপ্রিল রাত নটায় দেশের মানুষকে ৯ মিনিট ঘর অন্ধকার করে মোমবাতি টর্চ বা প্রদীপ জ্বালিয়ে রাখার আবেদন জানিয়েছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁর এই আবেদন জানানোর পরই দেশজুড়ে সমালোচনার ঝড় উঠেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির এই আবেদনকে হাস্যকর ও হতাশজনক বলে মন্তব্য করেছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী অধ্যাপক ডঃ শ্রীকুমার মুখোপাধ্যায়। তিনি বলেন, যাঁরা এই করোনা সংক্রমণ প্রতিরোধে লড়াই করছেন সেই চিকিৎসক স্বাস্থ্যকর্মী দের সন্মান ও উৎসাহ দিতে হাততালি, কাসর ঘন্টা থালা বাজানোর কথা বলেছিলেন। অথচ দেখা যাচ্ছে হাসপাতালগুলোতে ডাক্তার নার্সদের মাস্ক ও ইউনিফর্ম নেই। যেখানে বিশ্বের অন্যান্য দেশগুলো বৈজ্ঞানিক পদ্ধতিতে করোনা মোকাবিলা করার জন্য এগিয়ে যাচ্ছে, সেই পথ অনুসরন না করে আমাদের দেশের প্রধানমন্ত্রী ৯ মিনিট নিজেদের ঘর অন্ধকার করে রাখার কথা বলছেন। করোনা ভাইরাস মোকাবিলার সাথে নিজেদের ঘর অন্ধকার করে রাখার কোনও যুক্তি খুঁজে পাচ্ছেন না অঙ্কের প্রোফেসর ডঃ শ্রীকুমার মুখোপাধ্যায়।
advertisement
তিনি এও বলেন, কোনও নীচুতলার কর্মী বা দলের মুখে এইধরনের ঘর অন্ধকার করে রাখা বা কাসর ঘন্টা বাজানোর মতো কথা মানায়, ভারতবর্ষের মতো বিশাল এক দেশের প্রধানমন্ত্রীর এই ধরনের আবেদন যথেষ্ট হাস্যকর ও হতাশজনক বলে জানালেন ডঃ শ্রীকুমার মুখোপাধ্যায়।
Uttam Paul