করোনার প্রভাবে ধস নামবে সব সেক্টরেই ৷ যার আগাম ভবিষ্যদ্বাণী করে ফেলা যায় এখন ৷ এর প্রভাব পড়বে গয়না শিল্পেও ৷ অন্তত ৩০ শতাংশ সোনার চাহিদা কমতে পারে বলে জানিয়েছে বণিকসভা ইন্ডিয়ান চেম্বার অফ কমার্স ৷ মার্চের শুরুতেই অনেকাংশেই বেড়েছিল সোনার দাম । যার জেরে ধাক্কা খেয়েছিল গয়নার বিক্রি। আশা ছিল মার্চের শেষে বিয়ের মরশুমে ফের ঘুরে দাঁড়াবে ব্যবসা। কিন্তু, সেই প্রত্যাশাতেও থাবা বসিয়েছে করোনা।এখন দাম কমলেও কিনবে কে ? বিক্রির হার প্রায় তলানিতে ৷ আগামী কয়েকমাস এমনটাই থাকবে বলে পূর্বাভাস ইন্ডিয়ান চেম্বার অফ কমার্সের ৷ ভারতের GDP-তে ৭% অবদান রয়েছে গয়না শিল্পের। এরসঙ্গে জুড়ে রয়েছে ৫০ লক্ষ মানুষের রুজিরুটিও। স্বর্ণ শিল্পকে বাঁচাতে এবার কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপ দাবি করেছে ICC । স্বর্ণশিল্পের সঙ্গে যুক্ত কারিগরদের জন্য বিশেষ তহবিল গড়ার আর্জিও জানানো হয়েছে বণিকসভার পক্ষ থেকে ৷
advertisement