তবে সুস্থতার নিরিখেও ইতিবাচক তথ্য দিয়েছে স্বাস্থ্য দফতর৷ চব্বিশ ঘণ্টায় করোনা মুক্ত হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৩০২ জন৷ এর ফলে রাজ্যে সুস্থতার হার দাঁড়াল ৫৫.৭৯ শতাংশ৷ এ রাজ্যে এখনও পর্যন্ত মোট করোনা আক্রান্তের সংখ্যা ১৩০৯০৷ সুস্থ হয়েছেন ৭৩০৩ জন৷ রাজ্যে এই মুহূর্তে করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ৫২৫৮৷
advertisement
গত চব্বিশ ঘণ্টায় রাজ্যে নমুনা পরীক্ষার সংখ্যাও বেড়েছে৷ বৃহস্পতিবার যেখানে ৯৩১৫টি নমুনা পরীক্ষা হয়েছিল, সেখানে শুক্রবার তা বেড়ে হয়েছে ১০৩২১৷
গত চব্বিশ ঘণ্টায় নতুন করে যাঁদের শরীরে সংক্রমণ ধরা পড়েছে, তাঁদের মধ্যে ৮৬ জন কলকাতার৷ পাশাপাশি গত চব্বিশ ঘণ্টায় রাজ্যে করোনায় আক্রান্ত হয়ে মৃতদের মধ্যে ৬ জন কলকাতার বাসিন্দা৷
Location :
First Published :
June 20, 2020 12:11 AM IST